× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ উরোজাহাজ নিখোঁজ, চলছে তল্লাশি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৬, ২০:১৮ পিএম । আপডেটঃ ১৭ জানুয়ারি ২০২৬, ২০:১৯ পিএম

ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি ছোট উরোজাহাজ নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ উরোজাহাজটির সন্ধানে ইতিমধ্যে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, 'ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট'-এর টার্বোপ্রপ উরোজাহাজটি যোগিয়াকার্তা শহর থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের দিকে যাচ্ছিল। উরোজাহাজটিতে আটজন ক্রু সদস্য এবং তিনজন যাত্রী ছিলেন।

মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, উরোজাহাজটি সর্বশেষ যে অবস্থানে ছিল, তার কাছাকাছি মারোস রিজেন্সির পার্বত্য এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। স্থলপথের পাশাপাশি আকাশপথেও নিবিড় অনুসন্ধান চালানো হচ্ছে। এই অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছেন।

অভিযানের তদারকিতে থাকা কর্মকর্তা আন্দি সুলতান জানিয়েছেন, দুর্গম এলাকায় তল্লাশি চালাতে অত্যাধুনিক ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ উরোজাহাজটির কোনো ধ্বংসাবশেষ বা সংকেত পাওয়া যায়নি।

হাজারো দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় যাতায়াতের প্রধান মাধ্যম আকাশপথ হলেও দেশটির বিমান চলাচলের নিরাপত্তা রেকর্ড বেশ উদ্বেগজনক। গত বছরও দেশটিতে একাধিক প্রাণঘাতী বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর মাসে দক্ষিণ কালিমানতান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন এবং এর কিছুদিন পর পাপুয়া জেলায় আরেকটি দুর্ঘটনায় চারজন প্রাণ হারান।

ভৌগোলিক অবস্থান ও প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.