× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে ভারতীয় নারী আটক, পাঠানো হচ্ছে ভারতে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ জানুয়ারি ২০২৬, ০১:২০ এএম । আপডেটঃ ০৯ জানুয়ারি ২০২৬, ১৫:২৪ পিএম

ভারতীয় নারী সরবজিৎ কউর (ডানে), পাশে তার পাকিস্তানি স্বামী নাসির হুসেন, ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।

পাকিস্তানে তীর্থযাত্রায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ ও স্থানীয় যুবককে বিয়ে করে থেকে যাওয়া ভারতীয় নারী সরবজিৎ কউরকে আটক করেছে দেশটির পুলিশ। ভিসার শর্ত লঙ্ঘন করে মেয়াদের অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগে তাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবারই ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে ভারতের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সরদার রমেশ সিং আরোরা সংবাদমাধ্যমকে জানান, সরবজিৎ কউরকে প্রশাসনিক প্রক্রিয়ায় ভারতে ফেরত পাঠানো (প্রত্যাবাসন) হচ্ছে। তবে তার পাকিস্তানি স্বামী নাসির হুসেনকে বর্তমানে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৬ সালে টিকটকের মাধ্যমে ভারতের কাপুরথালার বাসিন্দা সরবজিৎ কউরের সাথে পাকিস্তানি যুবক নাসির হুসেনের পরিচয় হয়। দীর্ঘ ৯ বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল। গত বছরের ৪ নভেম্বর শিখ তীর্থযাত্রীদের একটি দলের সাথে ১০ দিনের ধর্মীয় ভিসায় পাকিস্তানে আসেন সরবজিৎ। এরপর ৭ নভেম্বর শেখুপুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার নাম রাখা হয়েছে ‘নূর’। ওই দিনই তিনি ৪৩ বছর বয়সী নাসির হুসেনকে বিয়ে করেন।

সরবজিতের ভিসার মেয়াদ ছিল ১৩ নভেম্বর পর্যন্ত। মেয়াদ শেষ হলেও তিনি ভারতে ফিরে না যাওয়ায় আইনগত জটিলতা তৈরি হয়। গত ৪ জানুয়ারি নানকানা সাহিবের কাছে একটি গ্রামে অভিযান চালিয়ে তাদের দুজনকে হেফাজতে নেয় পুলিশ। এর আগে এই দম্পতি হয়রানি বন্ধের আবেদন জানিয়ে লাহোর হাইকোর্টের আশ্রয় নিয়েছিলেন। তবে মন্ত্রী রমেশ সিং আরোরা স্পষ্ট জানিয়েছেন, ধর্মীয় ভিসার অপব্যবহার কাম্য নয়। তিনি বলেন, "ভিসার শর্ত লঙ্ঘন করলে প্রত্যর্পণের বিধান রয়েছে, আমরা আইনের সেই পথেই হাঁটছি।"

এই ঘটনার পর শিখ তীর্থযাত্রীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠোর করার কথা ভাবছে পাকিস্তান সরকার। পাকিস্তান শিখ গুরদোয়ারা প্রবন্ধক কমিটি (পিএসজিপিসি) এবং ধর্মীয় তীর্থস্থানগুলো তদারকির দায়িত্বে থাকা সংস্থা ইটিপিবি-কে ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের শিখ ধর্মীয় সংগঠন শিরোমণি গুরদোয়ারা প্রবন্ধক কমিটি (এসজিপিসি)-ও জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি এড়াতে এখন থেকে কোনো নারীকে এককভাবে পাকিস্তান সফরে পাঠানোর বিষয়ে তারা কড়াকড়ি আরোপ করবে।

জানা গেছে, ৪৮ বছর বয়সী সরবজিৎ কউর ভারতে তালাকপ্রাপ্ত ছিলেন এবং তার আগের সংসারে দুই সন্তান রয়েছে। অন্যদিকে তার পাকিস্তানি স্বামী নাসির হুসেন একজন জমিদার এবং তিনি পূর্ববিবাহিত হওয়া সত্ত্বেও দ্বিতীয় বিয়ের জন্য স্থানীয় আইন মেনে অনুমতি নিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ফরেনসিক পরীক্ষার জন্য নাসিরের মোবাইল ফোনটিও জব্দকরা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.