× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিল্লিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে মসজিদের পাশে উচ্ছেদ অভিযান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ জানুয়ারি ২০২৬, ১৭:২১ পিএম । আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৬, ২২:১৪ পিএম

দিল্লির তুর্কমান গেট এলাকায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে মসজিদের পাশের স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসনের বুলডোজার। ছবি: এএনআই–এর ভিডিও থেকে নেওয়া

ভারতের রাজধানী দিল্লির তুর্কমান গেট এলাকায় আদালতের নির্দেশনা তোয়াক্কা না করেই একটি মসজিদের পার্শ্ববর্তী স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে দিল্লি পৌর কর্তৃপক্ষ (এমসিডি)। আজ বুধবার ভোরে পরিচালিত এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও মসজিদ কমিটির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। উল্লেখ্য, গতকালই দিল্লি হাইকোর্ট সংশ্লিষ্ট জমির বিরোধ নিয়ে দায়ের করা একটি পিটিশনের শুনানির জন্য আগামী ২২ এপ্রিল তারিখ ধার্য করেছিলেন। আদালতের সেই আইনি প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই আজ বুলডোজার নিয়ে এই অভিযান চালাল প্রশাসন।

বুধবার শেষ রাতে দিল্লির রামলীলা ময়দান সংলগ্ন তুর্কমান গেট এলাকার 'ফৌজ-ই-এলাহি' মসজিদের পাশের জমিতে এই অভিযান শুরু হয়। অবৈধ দখলের অভিযোগে প্রায় ১৭টি বুলডোজার নিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয় পৌর কর্তৃপক্ষ। অভিযান চলাকালে স্থানীয় জনতা ও মসজিদ কমিটি বাধা দিলে পরিস্থিতির অবনতি ঘটে।

দিল্লি পুলিশের দাবি, উচ্ছেদ কার্যক্রম শুরু হলে বিক্ষুব্ধ জনতা পুলিশ ও পৌর কর্মীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সীমিত বল প্রয়োগ করেছে বলে জানানো হয়েছে। সেন্ট্রাল রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার মধুর ভার্মা এক বিবৃতিতে জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ এবং সব বিচারিক নির্দেশনা সংবেদনশীলতার সঙ্গে পালন করা হচ্ছে।

বিতর্কিত এই জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। গত মঙ্গলবার বিচারপতি অমিত বংসালের আদালত নগর উন্নয়ন মন্ত্রণালয়, দিল্লি পৌর কর্তৃপক্ষ এবং দিল্লি ওয়াকফ বোর্ডকে এ বিষয়ে নোটিশ জারি করেন। মসজিদ কমিটির দায়ের করা পিটিশনটিকে 'বিবেচনার দাবি রাখে' উল্লেখ করে আদালত আগামী ২২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন।

এর আগে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর এক আদেশে পৌর কর্তৃপক্ষ দাবি করেছিল যে, মসজিদের মূল ১৯৫ একর জমির বাইরের অংশটি অবৈধ দখলকৃত। তবে মসজিদ কমিটি ও ওয়াকফ বোর্ড এই দাবির বিপক্ষে আইনি লড়াই চালিয়ে আসছিল। আইনি এই প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার আগেই প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উচ্ছেদ অভিযান নিয়ে সমালোচনার মুখে দিল্লি পৌর কর্তৃপক্ষ দাবি করেছে, তারা অভিযান শুরুর আগে স্থানীয় আমান কমিটির সদস্য ও অংশীজনদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। বিশৃঙ্খলা এড়াতে এবং শান্তি বজায় রাখতেই এই আগাম আলোচনা করা হয়েছিল বলে তাদের দাবি। তবে আদালতের তারিখ নির্ধারিত থাকার পরও কেন তড়িঘড়ি করে এই উচ্ছেদ চালানো হলো, সে বিষয়ে কোনো সদুত্তর দেয়নি সংস্থাটি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.