× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানে বিক্ষোভ ছড়িয়েছে ২৭ প্রদেশে, ১০ দিনে নিহত ৩৬

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ জানুয়ারি ২০২৬, ১৫:২৪ পিএম । আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:১৭ পিএম

তেহরানে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ, যা পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। ছবি: এএফপি

তেহরান ইরানে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া গণবিক্ষোভ দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতেই ছড়িয়ে পড়েছে। গত ১০ দিনের এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রার দরপতনের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির ধর্মীয় শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গণ-অসন্তোষে রূপ নিয়েছে।

বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ (এইচআরএএনএ) জানিয়েছে, নিহত ৩৬ জনের মধ্যে ৩৪ জন সাধারণ বিক্ষোভকারী এবং ২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে বিবিসি পারসিয়ান এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর সংবাদ ও পরিচয় নিশ্চিত করতে পেরেছে। অন্যদিকে, ইরান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতের মোট সংখ্যা প্রকাশ না করলেও তিন জন নিরাপত্তা কর্মী নিহতের খবর নিশ্চিত করেছে। সর্বশেষ মঙ্গলবার রাতে ইলাম প্রদেশের মালেকশাহিতে এক পুলিশ সদস্য গুলিতে নিহত হন।

বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে এখন পর্যন্ত ২ হাজার ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিক্ষোভকারীদের হঠাতে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করছে পুলিশ। বিক্ষোভকারীরা বর্তমান সরকারের শাসনব্যবস্থা ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভের সূত্রপাত গত ২৮ ডিসেম্বর, যখন মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন ঘটে। গত এক বছরে মুদ্রাস্ফীতি ৪০ শতাংশে গিয়ে ঠেকেছে। পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সরকারি দুর্নীতি এবং অব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা রাজপথে নেমে আসেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দাঙ্গাকারীদের ‘উচিৎ শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, শত্রুর কাছে তারা নতি স্বীকার করবেন না। বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই বলেছেন, সাধারণ মানুষের অর্থনৈতিক উদ্বেগের কথা শোনা হবে, তবে দাঙ্গাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হলে মার্কিন হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, মহাসচিব প্রাণহানি রোধে গুরুত্বারোপ করেছেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভের সুযোগ দেওয়ার জন্য ইরানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.