× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কড়া নিরাপত্তায় নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৬, ১৯:১৭ পিএম । আপডেটঃ ০৫ জানুয়ারি ২০২৬, ২২:০৫ পিএম

নিউইয়র্কের হেলিপোর্টে নিকোলা মাদুরোকে বহনকারী হেলিকপ্টার, যেখান থেকে তাঁকে কড়া পাহারায় আদালতে নিয়ে যাওয়া হয়। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হচ্ছে। গত শনিবার ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে আটকের পর আজ তাঁকে কড়া পাহারায় আটককেন্দ্র থেকে আদালতে নেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, আজ সকালে নিকোলা মাদুরোকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্ক আদালতের নিকটস্থ হেলিপোর্টে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার সময় মাদুরোর পরনে ছিল কয়েদিদের জন্য নির্ধারিত বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। হেলিপোর্টে নামার পরপরই বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে একটি সুরক্ষিত ভ্যানে তুলে আদালতের উদ্দেশে নিয়ে যান।

গত শনিবার এক রুদ্ধশ্বাস অভিযানে ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিশেষ বাহিনী। দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা এবং আইনি জটিলতার জেরে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ গ্রহণ করে। আটকের পর থেকেই মাদুরো মার্কিন হেফজতে রয়েছেন এবং আজকের এই হাজিরাকে কেন্দ্র করে আদালত পাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

নিকোলা মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি আজ থেকেই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাটি বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

সূত্র: সিএনএন

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.