× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতকড়া পরা মাদুরো এখন নিউইয়র্কের কারাগারে

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৬, ০১:৫১ এএম । আপডেটঃ ০৬ জানুয়ারি ২০২৬, ০১:০২ এএম

নিউ ইয়র্কে পৌঁছানোর পর কড়া নিরাপত্তায় ডিইএ (ডিইএ) সদর দপ্তরে নেওয়া হচ্ছে ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ঝটিকা সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন বাহিনী। কয়েক হাজার মাইলের দীর্ঘ যাত্রা শেষে বর্তমানে তাদের নিউইয়র্কের একটি উচ্চ-নিরাপত্তা সম্পন্ন কারাগারে রাখা হয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে; কলম্বিয়ার অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

শনিবার ভোরে কারাকাস থেকে হেলিকপ্টারে করে মাদুরো দম্পতিকে প্রথমে ক্যারিবীয় সাগরে অবস্থানরত মার্কিন নৌ-জাহাজ 'ইউএসএস আইডাব্লিউও জিমা'-তে নেওয়া হয়। সেখান থেকে কিউবার বিতর্কিত গুয়ান্তানামো বে মার্কিন ঘাঁটিতে নেওয়ার পর একটি বিশেষ বিমানে তাদের নিউইয়র্কের স্টুয়ার্ট বিমান ঘাঁটিতে আনা হয়। সামগ্রিকভাবে প্রায় ২,১০০ মাইল পথ পাড়ি দিয়ে হাতকড়া পরা অবস্থায় মাদুরোকে নিউইয়র্কের ‘ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি’র (ডিএএ) সদর দপ্তরে হাজির করা হয়।

ডিইএ সদর দপ্তরে আইনি প্রক্রিয়া শেষে মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কালো হুডি পরা মাদুরো হাতকড়া পরা অবস্থায় অপরাধীর মতো করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। মজার ব্যাপার হলো, এই বন্দিশিবিরেই এর আগে জেফরি এপস্টিনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং বর্তমানের আলোচিত র‍্যাপার শন 'ডিডি' কম্বসকে রাখা হয়েছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস এবং যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী পাঠানোর অভিযোগ তুলেছেন। ট্রাম্পের দাবি, মাদুরো তার কারাগার ও মানসিক হাসপাতাল খালি করে অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন। তবে মাদুরো এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” কেবল একটি অজুহাত; যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ দখল করা। উল্লেখ্য, ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকারী দেশ।

এই অভিযানের পদ্ধতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি একে ‘বিপজ্জনক নজির’ হিসেবে বর্ণনা করে বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করা হয়নি। এদিকে, রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে কলম্বিয়া।

মাদুরোকে ‘অপহরণের’ প্রতিবাদে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। মাদুরো অনুগতরা এই অভিযানকে সার্বভৌমত্বের ওপর নগ্ন হামলা বলে আখ্যা দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.