× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পের ট্রুথ সোশ্যালে হাতকড়া পরা মাদুরো

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ এএম । আপডেটঃ ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ এএম

মার্কিন সামরিক অভিযানে আটক হওয়ার পর ইউএসএস আইও জিমা রণতরীতে হাতকড়া ও চোখ বাঁধা অবস্থায় নিকোলাস মাদুরো। ছবি: ট্রুথ সোশ্যাল থেকে নেওয়া

মার্কিন সামরিক অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ছবিটি শেয়ার করে মাদুরোকে আটকের বিষয়টি নিশ্চিত করেন তিনি। অভিযানে মার্কিন বিশেষ বাহিনী 'ডেল্টা ফোর্স' মাদুরোকে তার বাসভবন থেকে আটক করে বলে জানা গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার রাজধানী কারকাসে এক ঝটিকা অভিযানের সময় মাদুরো ও তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। তারা কোনো নিরাপদ স্থানে বা বাংকারে পালিয়ে যাওয়ার আগেই মার্কিন সেনারা তাদের নিয়ন্ত্রণে নেয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "মার্কিন সেনারা শক্ত স্টিলের দরজা ভাঙার জন্য ব্লো-টর্চ ব্যবহার করেছিল। মাদুরো লুকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আমাদের সেনারা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তাকে ধরে ফেলে।"

ট্রাম্প আরও যোগ করেন, মাদুরো একটি নিরাপদ কক্ষের (সেফ রুম) ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মার্কিন বাহিনীর তত্পরতায় তিনি সেখানে পৌঁছাতে ব্যর্থ হন।

ট্রুথ সোশ্যালে প্রকাশিত ছবিতে দেখা যায়, ভেনেজুয়েলার প্রভাবশালী এই নেতা অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন। তার চোখ বাঁধা এবং হাতে হাতকড়া লাগানো। এক হাতে একটি পানির বোতল ধরা অবস্থায় তাকে মার্কিন সেনাদের পাহারায় দেখা যায়। ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, "নিকোলাস মাদুরোকে মার্কিন রণতরী 'ইউএসএস আইও জিমা'-তে তোলা হচ্ছে।"

ভেনেজুয়েলার এই রাজনৈতিক পটপরিবর্তন এবং মাদুরোকে আটকের ঘটনাটি বর্তমানে বিশ্বরাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.