× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিচ্ছে ট্রাম্প

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ জানুয়ারি ২০২৬, ০০:৫২ এএম । আপডেটঃ ০৫ জানুয়ারি ২০২৬, ০০:১১ এএম

ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপট ও তেল খাতের ভবিষ্যৎ নিয়ে হোয়াইট হাউসে ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা ও সাম্প্রতিক সামরিক অভিযানের পর দেশটির তেল খাতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই মার্কিন জ্বালানি জায়ান্টরা ভেনেজুয়েলায় কার্যক্রম শুরু করবে এবং দেশটির বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রাখবে।

শনিবার রয়টার্সের বরাতে জানা যায়, রাজধানী কারাকাসে বড় ধরনের মার্কিন অভিযানের পরবর্তী পরিস্থিতি নিয়ে দেওয়া এক ভাষণে ট্রাম্প এই মন্তব্য করেন।

ভাষণে ট্রাম্প নিশ্চিত করেন যে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী বর্তমানে মার্কিন জিম্মায় একটি জাহাজে রয়েছেন। তাদের বিচারিক প্রক্রিয়ার জন্য নিউইয়র্কে নেওয়া হচ্ছে। ট্রাম্প বলেন, "মাদুরো ও তার স্ত্রী শিগগিরই আমেরিকার মাটিতে মার্কিন ন্যায়বিচারের পূর্ণ শক্তির মুখোমুখি হবেন।"

ভেনেজুয়েলার তেল শিল্পের বর্তমান নাজুক অবস্থার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, "দীর্ঘ সময় ধরে দেশটির তেল ব্যবসা সম্পূর্ণ ধসে পড়েছে। তাদের যে বিপুল সম্ভাবনা ছিল, তার তুলনায় উৎপাদন ছিল নগণ্য। এখন বিশ্বের সর্ববৃহৎ মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে যাবে।"

তিনি আরও জানান, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার জরাজীর্ণ অবকাঠামো মেরামতে কোটি কোটি ডলার বিনিয়োগ করবে। এই পদক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলা আবারও অর্থ উপার্জন শুরু করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভেনেজুয়েলায় একটি 'নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গত' রাজনৈতিক রূপান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটি পরিচালনার বিষয়ে সহযোগিতা করবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, "আমরা ভেনেজুয়েলার জনগণের জন্য শান্তি, স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক ভেনেজুয়েলান তাদের জন্মভূমিতে ফিরে যেতে চান, আমরা সেই পরিবেশ তৈরি করছি।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.