ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলাজুড়ে নজিরবিহীন সিরিজ বিস্ফোরণের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প এই চাঞ্চল্যকর তথ্য জানান। মার্কিন প্রেসিডেন্টের এই দাবি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা নিকোলাস মাদুরোর ওপর একটি বড় ধরনের অভিযান চালিয়েছে। অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।” ট্রাম্প আরও জানান, এই অপারেশনটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সমন্বয় করে পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্থানীয় সময় সকাল ১১টায় নিজের মার-এ-লাগো রিসোর্টে সংবাদ সম্মেলন করবেন তিনি।
এর আগে শনিবার মধ্যরাতে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দেশ। পরিস্থিতির অবনতি দেখে প্রেসিডেন্ট মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে তাকে আটকের দাবি করা হয়।
ট্রাম্পের এই দাবির পর এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাদুরোকে ঠিক কোথায় রাখা হয়েছে বা ভেনেজুয়েলার শাসনভার এখন কার হাতে, তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ঘটনাকে দক্ষিণ আমেরিকার রাজনীতিতে এক বড় ধরনের মোড় হিসেবে দেখছেন।