× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরে দূষিত পানি পানে ৯ মৃত্যু, হাসপাতালে আক্রান্ত ২০০

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

০২ জানুয়ারি ২০২৬, ১৭:২৩ পিএম । আপডেটঃ ০২ জানুয়ারি ২০২৬, ১৮:১৫ পিএম

ছবি: রয়টার্স

ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃত মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত পানি পানে ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয় দেখা দিয়েছে। শহরের ভাগীরথপুরা এলাকায় পানীয় জলের পাইপলাইন ফেটে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। এতে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০০ মানুষ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী জানান, প্রাথমিক তদন্তে ভাগীরথপুরা এলাকার পানির পাইপলাইনে ছিদ্র শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ছিদ্র দিয়েই নর্দমার ময়লা বা ব্যাকটেরিয়া মিশে পানি দূষিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সরবরাহকৃত পানি পান করার পরপরই তারা অসুস্থ বোধ করতে শুরু করেন। বর্তমানে আক্রান্ত এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ব্যাপক তৎপরতা শুরু করেছে। জেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রবণ ভার্মা জানান, বিশেষ চিকিৎসক দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।ইতোমধ্যে ৮,৫৭১ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ৩৩৮ জনের মধ্যে মৃদু উপসর্গ পাওয়া গেছে। বাসিন্দাদের মধ্যে ক্লোরিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মেরামত করা হয়েছে।

ভারতের জাতীয় র‍্যাঙ্কিংয়ে টানা আট বছর ধরে ‘সবচেয়ে পরিচ্ছন্ন শহর’ হিসেবে শীর্ষে রয়েছে ইন্দোর। তবে এই হৃদয়বিদারক ঘটনাটি প্রমাণ করেছে যে, কেবল বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করাও সমান জরুরি। স্থানীয় বিধায়ক কৈলাশ বিজয়বর্গীয় এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.