নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে শপথ নিয়েই এক নতুন যুগের সূচনা করলেন জোহরান মামদানি। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি পূর্বতন মেয়র এরিক অ্যাডামসের জারি করা ২৬ সেপ্টেম্বর ২০২৪ পরবর্তী সকল নির্বাহী আদেশ বাতিল ঘোষণা করেছেন। ৩৪ বছর বয়সি এই নেতা শহরটিকে ‘পুনরায় গড়ে তোলার’ অঙ্গীকার করে জানিয়েছেন, তার প্রশাসন হবে সাহসী এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আপসহীন।
বুধবার দিবাগত রাত ১২টা ৪ মিনিটে ম্যানহাটনের সিটি হলের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে শপথ নেন জোহরান মামদানি। পবিত্র কুরআনে হাত রেখে শপথ নেওয়া নিউইয়র্কের প্রথম মেয়র তিনি। এছাড়া প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া মেয়র হিসেবেও তিনি ইতিহাস গড়েছেন। তাকে শপথবাক্য পাঠ করান মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এসময় উপস্থিত ছিলেন ডেমোক্র্যাট নেত্রী আলেক্সান্দ্রিয়া ওক্যাসিও-কোর্টেজ এবং মামদানির স্ত্রী রামা দুয়াজি।
শপথ পরবর্তী ভাষণে মামদানি বলেন, “আজ থেকে আমরা সাহসিকতার সঙ্গে শাসন শুরু করছি। হয়তো আমরা সবসময় সফল হবো না, কিন্তু চেষ্টা করার সাহস হারাবো না।” নিজেকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আদর্শের অনুসারী দাবি করে তিনি স্পষ্ট জানান, চরমপন্থি তকমা দেওয়া হলেও তিনি তার নীতি থেকে বিচ্যুত হবেন না। তার লক্ষ্য কেবল ধনীদের জন্য নয়, বরং সবার জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলা।
মামদানির ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে ব্যাপক জনকল্যাণমূলক কর্মসূচি। তিনি জানান, দ্রুতই নিম্নোক্ত বিষয়গুলোতে কাজ শুরু করবে তার প্রশাসন:
- বিনামূল্যে চাইল্ডকেয়ার ও বাস সেবা নিশ্চিত করা।
- প্রায় ১ মিলিয়ন পরিবারের জন্য ভাড়া স্থগিত রাখা।
- শহর কর্তৃপক্ষের মাধ্যমে নতুন গ্রোসারি স্টোর পরিচালনা।
- স্বাস্থ্য ও আবাসন ব্যবস্থার আমূল পরিবর্তন।
সাবেক মেয়র এরিক অ্যাডামসের আদেশগুলো বাতিলের বিষয়ে তিনি জানান, প্রয়োজনীয় ও জনগুরুত্বপূর্ণ কিছু আদেশ পর্যালোচনা শেষে পরবর্তীতে পুনঃপ্রকাশ করা হবে।