নতুন বছর উদযাপনের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা সংলগ্ন ক্রঁ-মঁতানা পর্যটন কেন্দ্রে। স্থানীয় একটি স্কি রিজোর্টের পানশালায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ, যাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু বিদেশি পর্যটক রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সুইস পুলিশের তথ্যমতে, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে ‘লে কনস্টেলেইশন’ নামক পানশালাটিতে এই বিস্ফোরণ ঘটে। নতুন বছরের আগমণ উদযাপনে তখন সেখানে কয়েকশ পর্যটক উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পরপরই পুরো ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের লেলিহান শিখা পানশালাটিকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে।
ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তা প্রধান স্টিফেন গ্যান্জার জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় ১০টি হেলিকপ্টার এবং ৪০টি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে নিয়োজিত করা হয়েছে। গুরুতর দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলটি বর্তমানে নিরাপত্তার স্বার্থে সিলগালা করে দেওয়া হয়েছে এবং ওই এলাকার আকাশসীমায় সব ধরনের উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও কর্তৃপক্ষ এটিকে প্রাথমিক পর্যায়ে দুর্ঘটনা হিসেবেই দেখছে। কৌঁসুলি বিয়াট্রিস পিলোদ জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো নাশকতামূলক হামলার আলামত পাওয়া যায়নি। এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি এক বিবৃতিতে জানান, নতুন বছর উদযাপনের আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের অধিকাংশের দেহ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষার সহায়তা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।