ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফ্রান্সে নতুন এক রাজনৈতিক জাগরণ শুরু হয়েছে। দেশটির তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা এখন রাজপথে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় সোচ্চার। ফরাসি পত্রিকা 'লিবারেশন'-এর এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যুদ্ধের নৃশংস চিত্র দেখে ফরাসি তরুণদের রাজনৈতিক চিন্তাধারায় এক মৌলিক ও গভীর পরিবর্তন এসেছে।
প্যারিসে প্রতিবাদের ঝড়
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর 'লা রিপাবলিক' থেকে শুরু করে 'লা নেশন' স্কয়ার পর্যন্ত স্লোগানে স্লোগানে মুখরিত ছিল রাজপথ। ফরাসি পত্রিকা 'লা ফিগারো' জানায়, হাজার হাজার বিক্ষোভকারী "প্যারিস থেকে গাজা: প্রতিরোধ, প্রতিরোধ!" এবং "হে গাজা, প্যারিস তোমার সঙ্গে আছে" স্লোগান দিয়ে পুরো শহর প্রকম্পিত করেন।
গাজা যুদ্ধ ফ্রান্সের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে গভীর প্রভাব ফেলেছে। লিবারেশনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির একাডেমিক পরিবেশ এখন ফিলিস্তিন সংহতির অন্যতম কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। তরুণরা কেবল নিন্দা জানিয়েই ক্ষান্ত নয়, তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলছে।
ফ্রান্স-ফিলিস্তিন সংহতি অ্যাসোসিয়েশনের প্রধান আন তাওয়িলোন এএফপি-কে জানান, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের সাত সপ্তাহ পরেও গাজার পরিস্থিতির কোনো টেকসই সমাধান হয়নি। তিনি মনে করেন, ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করার একমাত্র উপায় হলো তাদের ওপর কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা।
বিশেষজ্ঞদের মতে, ফরাসি তরুণদের এই সজাগ অবস্থান ইউরোপীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এবং ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সরকারি অবস্থানের ওপর প্রবল জনচাপ তৈরি করবে।