× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ এএম । আপডেটঃ ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ এএম

নিহত শিক্ষক দানিশ রাও, আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া।

ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে দিনে-দুপুরে দুঃসাহসিক এক হামলায় রাও দানিশ আলী নামে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত দানিশ আলী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এবিকে হাই স্কুলের শিক্ষক ছিলেন।

হামলার বিবরণ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে দানিশ আলী দুই সহকর্মীর সাথে হাঁটছিলেন। এ সময় স্কুটারে আসা দুই যুবক তাদের পথরোধ করে পিস্তল উঁচিয়ে হুমকি দেয়। হামলাকারীদের একজন চিৎকার করে বলে, “তুই আমাকে চিনিস না, এখন চিনবি।” এই বলেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন আলিগড় পুলিশ সুপার নীরজ যাদব জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং ছয়টি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তবে এই ঘটনাটি এমন এক দিনে ঘটলো যখন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো সুরক্ষিত স্থানে এই হত্যাকাণ্ডে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.