ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় গরু চুরির অভিযোগে মুহাম্মদ আলমগীর (৩২) নামে এক মুসলিম যুবককে চার ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। বুধবার ভোরে পাটনার ফুলবাড়ি শরিফ এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
এনডিটিভি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফুলবাড়ি শরিফ এলাকায় আলমগীরকে গরু চুরির অভিযোগে আটক করে স্থানীয় একদল উগ্র জনতা। এসময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে প্রাণে বাঁচলেও আলমগীর রক্ষা পাননি। উত্তেজিত জনতা তাকে দীর্ঘ চার ঘণ্টা ধরে নির্মমভাবে শারীরিক নির্যাতন চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক নির্যাতনে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ভারতে তথাকথিত ‘গো-রক্ষকদের’ হাতে গণপিটুনির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসনের প্রতি কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে সেই নির্দেশের পরও বিহারের এই নির্মম হত্যাকাণ্ড দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।