× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাপানে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প, ১০ ফুট সুনামির সতর্কতা

০৯ ডিসেম্বর ২০২৫, ০০:৫৬ এএম । আপডেটঃ ০৯ ডিসেম্বর ২০২৫, ০০:৫৬ এএম

ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে পরিমাপ করা হয়। রয়টার্স ফাইল ছবি

শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উপকূলীয় অঞ্চল। এই ভূমিকম্পের জেরে দেশটিতে ১০ ফুট (৩ মিটার) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অফিস (জেএমএ)। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে উপকূলীয় এলাকায় ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাপানের উপকূল থেকে ৪৪ কিলোমিটার দূরে। এর উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের ৩৩ মাইল (৫৩ কিলোমিটার) গভীরে।

জাপানের আবহাওয়া অফিসও ভূমিকম্পের তীব্রতা ৭.৬ বলে নিশ্চিত করেছে এবং বেশ কয়েকটি অঞ্চলে জরুরি ভিত্তিতে সুনামি সতর্কতা জারি করেছে।

এনএইচকের খবরে বলা হয়েছে, জাপানের পূর্বাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত এলাকায় স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে সুনামির প্রথম ঢেউ আঘাত হানতে পারে। জেএমএ এই অঞ্চলগুলোর বাসিন্দাদের দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার জনগণকে সতর্ক করে দিয়েছে এবং সমুদ্র তীরবর্তী এলাকা বা নদী মোহনা থেকে দূরে থাকতে বলা হয়েছে। সুনামি সতর্কতার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং জরুরি পরিষেবাগুলো প্রস্তুত রাখা হয়েছে।

ভূমিকম্পের উচ্চ মাত্রার কারণে দেশের অন্যান্য অংশেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। সরকার এবং জরুরি পরিষেবা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.