ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। রয়টার্স
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত এক ফোনালাপে শর্ত সাপেক্ষে ক্ষমতা ছেড়ে নিরাপদে দেশ ত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে, মাদুরো তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে থাকা সব মামলায় ক্ষমা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) চলা মামলা তুলে নেওয়ার শর্তে ভেনেজুয়েলা ছাড়তে চেয়েছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্প মাদুরোর অধিকাংশ অনুরোধই প্রত্যাখ্যান করেন বলে ফোনালাপ সম্পর্কে অবগত চারটি সূত্র জানিয়েছে। ঘটনাটি এমন সময় ঘটলো যখন যুক্তরাষ্ট্রের সামরিক চাপে ক্যারিবীয় অঞ্চল উত্তপ্ত।
ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের কয়েক মাস ধরে চলতে থাকা চরম চাপের মধ্যেই গত ২১ নভেম্বর দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ১৫ মিনিটেরও কম সময়ের জন্য ফোনালাপটি হয়। ফোনালাপ সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে, মাদুরো ট্রাম্পকে স্পষ্ট জানান যে, তিনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া সব মামলায় ক্ষমা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তিনি দেশ ছেড়ে যেতে প্রস্তুত।
এছাড়াও মাদুরো তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) চলা একটি গুরুত্বপূর্ণ মামলা তুলে নেওয়ার দাবি জানান। ওই তিনটি সূত্রের ভাষ্যমতে, শুধু নিজের ও পরিবারের সদস্যদের জন্য নয়, ভেনেজুয়েলার শতাধিক সরকারি কর্মকর্তার ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতেও ট্রাম্পকে অনুরোধ করেন মাদুরো। এসব কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, মাদক পাচার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
অপর দুটি সূত্র জানিয়েছে, মাদুরো ট্রাম্পকে অনুরোধ করেন যে, নতুন নির্বাচনের আগে তিনি যেন তার আস্থাভাজন ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ পান।
দীর্ঘ সামরিক ও কূটনৈতিক চাপ সত্ত্বেও মাদুরোর এমন আত্মসমর্পণের ইঙ্গিতপূর্ণ অনুরোধগুলো ট্রাম্প প্রত্যাখ্যান করেন। দুটি সূত্র নিশ্চিত করেছে, ট্রাম্প মাদুরোকে জানান যে, তিনি তার পরিবারের সদস্যসহ ভেনেজুয়েলা ছেড়ে তার পছন্দের গন্তব্যে যাওয়ার জন্য এক সপ্তাহ সময় পাবেন—এর বেশি নয়। দুটি সূত্রের মতে, সেই সুযোগ শুক্রবারই শেষ হয়ে যায়।
মাদুরো ও তার সরকারের পক্ষ থেকে বরাবরই যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তেলসহ ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিতেই যুক্তরাষ্ট্র ‘সরকার পরিবর্তনের’ চেষ্টা চালাচ্ছে।
ফোনালাপের সময়টায় ভেনেজুয়েলার উপকূল ঘিরে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছে। গত সেপ্টেম্বর মাসের শুরু থেকে মার্কিন সেনারা ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় অন্তত ২১টি হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় ৮৩ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিকোলা মাদুরোর সরকারের ওপর সামরিক চাপ সৃষ্টির অংশ হিসেবেই ট্রাম্প প্রশাসন এসব অভিযান পরিচালনা করছে।
বিষয় : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
