× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথম দিনেই উত্তাল সংসদ, মোদি-প্রিয়াঙ্কা সংঘাত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

০১ ডিসেম্বর ২০২৫, ২১:১৫ পিএম । আপডেটঃ ০১ ডিসেম্বর ২০২৫, ২১:১৬ পিএম

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে ১ ডিসেম্বর ২০২৫-এ বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএনআই

প্রত্যাশিতভাবেই হইচইয়ের মধ্য দিয়ে শুরু হলো ভারতের সংসদের শীতকালীন অধিবেশন। বিহারে 'ভোটচুরি', নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা এবং দিল্লির বায়ুদূষণসহ একাধিক গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয় নিয়ে বিরোধী দলগুলোর প্রবল দাবিতে লোকসভার প্রথম দিনের অধিবেশন পণ্ড হয়ে যায়। দফায় দফায় সভা বসার চেষ্টা হলেও বিরোধীপক্ষের স্লোগান ও সরকারের অনমনীয় মনোভাবের জেরে শেষমেশ মুলতবি করতে হয় লোকসভার কার্যক্রম।

রবিবার সর্বদলীয় বৈঠকে বিরোধী নেতারা স্পষ্ট জানিয়েছিলেন, বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনায় কারচুপি, দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে নির্বাচন কমিশনের 'যথেচ্ছাচার' এবং দিল্লির গুরুতর বায়ুদূষণসহ বিভিন্ন ইস্যু নিয়ে তাঁরা জরুরি ভিত্তিতে আলোচনা চাইবেন। সরকারপক্ষ গতকালই ইঙ্গিত দিয়েছিল যে সংবিধানস্বীকৃত স্বাধীন সংস্থা (ইসি)-এর কর্তৃত্ব নিয়ে আলোচনায় তারা আগ্রহী নয়। তাদের অবস্থান ছিল— সংসদের নিয়ম মেনে গঠনমূলক আলোচনা হওয়া উচিত। ফলে, অধিবেশন শুরু হতেই দুই পক্ষের অনড় অবস্থানে অচলাবস্থা সৃষ্টি হয় এবং লোকসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

তবে উচ্চকক্ষ রাজ্যসভার চিত্র ছিল কিছুটা ভিন্ন। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় পদত্যাগ করার পর সোমবার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিপি রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সকল দলের নেতারা রাধাকৃষ্ণনকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান। যদিও এই আনুষ্ঠানিকতার মধ্যেও সরকার ও বিরোধীপক্ষের মধ্যে চলে তীব্র বাদানুবাদ। মূলত, প্রধানমন্ত্রী মোদিই ছিলেন বিরোধীদের সমালোচনার মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রীর 'নাটক' কটাক্ষ

সংসদীয় অধিবেশন শুরুর প্রথা মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গণমাধ্যমের সামনে হাজির হয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ করেন। বিরোধীদের খোঁচা দিয়ে তিনি বলেন, সংসদ 'নাটক' করার জায়গা নয়, বরং এটি 'ডেলিভারি' এবং যথাযথ ভূমিকা পালনের স্থান। তিনি বিরোধীদের প্রতি আহ্বান জানান, নাটকবাজি ও স্লোগান না দিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নিতে।

প্রধানমন্ত্রী আরও বলেন, "নাটক করার অনেক জায়গা আছে। স্লোগান দেওয়ার জন্য পুরো দেশ পড়ে আছে। সেখানে যত খুশি স্লোগান দেওয়া যায়, কিন্তু সংসদে নয়।"

বিহার নির্বাচনে বিরোধীদের পরাজয় প্রসঙ্গে মোদি মন্তব্য করেন, "বিহারের ভোট গণতন্ত্রের উজ্জ্বল উদাহরণ। কিছু বিরোধী দল এখনো তাদের পরাজয় মেনে নিতে পারেনি। ধারাবাহিক হার সংসদে আলোচনার বিষয় হতে পারে না।" তিনি টিপস দেওয়ার ভঙ্গিতে বিরোধীদের কৌশল বদলানোর পরামর্শও দেন।


ফিরিয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও খাড়গে

প্রধানমন্ত্রীর এই কটাক্ষের জবাব দিতে দেরি করেনি বিরোধী শিবির। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র সংসদ ভবন চত্বরে বলেন, এসআইআর বা দূষণ নিয়ে আলোচনার দাবি তোলা কোনো 'নাটকবাজি' নয়। জনস্বার্থ নিয়ে কথা বলা জননেতাদেরই দায়িত্ব। তিনি পাল্টা অভিযোগ করেন, "নির্বাচিত জনপ্রতিনিধিদের যখন জনস্বার্থ নিয়ে কথা বলতে দেওয়া হয় না, সেটাই তখন নাটকবাজি হয়ে ওঠে।"

রাজ্যসভায় বিরোধী নেতা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন। তিনি সভার বাইরে বিরোধীদের উদ্দেশে অনেক কিছুই বলেছেন। তার জবাব তাঁরা ঠিক সময়েই দেবেন।"

আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশন চলার কথা। কর্মদিবস রয়েছে মোট ১৫ দিন। ক্রমেই সংসদের কাজের দিন কমিয়ে আনার জন্য বিরোধী নেতারা সরকারের সমালোচনা করেছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.