দিন দুয়েক আগেই পাকিস্তানে মিসাইল হামলা চালিয়েছিল তেহরান। বদলা নিতে বুধবার ইরানে দুটি বালোচ বিদ্রোহী সংগঠনের ঘাঁটিকে নিশানা করে পাকিস্তানি সেনাবাহিনী।
আর এর পরই সেই দুই সংগঠনের অন্যতম ‘বালোচিস্তান লিবারেশন আর্মি’ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। পরিষ্কার জানিয়ে দিয়েছে, পাকিস্তান যা করেছে সেজন্য তাকে মূল্য দিতে হবে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বালোচিস্তান লিবারেশন আর্মি’র তরফে জানানো হয়, পাকিস্তানকে এর মূল্য চোকাতে হবে। বালোচিস্তান লিবারেশন আর্মি এর পর আর চুপ করে থাকবে না। আমরা এর বদলা নেবই। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পাকিস্তানের একটি এলাকায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ বালোচিস্তানে সশস্ত্র সংগঠন জইশ আল আদলের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ইরানের এলিট রেভোলিউশনারি গার্ড।
এর পরই বুধবার ‘বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট’ ও ‘বালোচিস্তান লিবারেশন আর্মি’র ছাউনিতে আছড়ে পড়ে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র।