ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পরও সন্তুষ্ট হতে পারেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি তথ্যচিত্রের ভিডিও সম্পাদনায় 'ভুল' করার অভিযোগে আগামী সপ্তাহেই সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ১ বিলিয়ন থেকে ৫ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করে মানহানি মামলা করার হুমকি দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, "আমরা তাদের বিরুদ্ধে এক বিলিয়ন থেকে পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে মামলা করব, সম্ভবত আগামী সপ্তাহেই। আমার মনে হয়, এটা আমাকে করতেই হবে। তারা এমনকি স্বীকারও করেছে যে তারা প্রতারণা করেছে।"
ট্রাম্পের আইনজীবীরা গত সোমবার বিবিসিকে একটি চিঠি দিয়ে অভিযোগ করেন যে, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল দাঙ্গার আগে দেওয়া তার বক্তৃতার ভিডিওতে বিবিসি "মানহানিকর সম্পাদনা" করেছে।
গত বছরের অক্টোবরে প্রচারিত বিবিসির 'প্যানোরামা' তথ্যচিত্রে ট্রাম্পের ২০০১ সালের ৬ জানুয়ারির বক্তৃতার তিনটি ভিন্ন অংশ জোড়া লাগানো হয়। ট্রাম্পের আইনজীবীরা দাবি করছেন, এই সম্পাদনার মাধ্যমে এমন ধারণা তৈরি হয়েছে যে, তিনি ক্যাপিটল হিলের দাঙ্গা উসকে দিচ্ছেন। এটিকে তারা সম্পূর্ণ 'মিথ্যা ও মানহানিকর' বলে আখ্যায়িত করেছেন।
বিবিসি অবশ্য দৃঢ়ভাবে বলছে, ট্রাম্প ও তার আইনজীবীদের দাবির পক্ষে কোনো আইনি ভিত্তি নেই।
এর আগে বৃহস্পতিবার তথ্যচিত্রটি "সম্পাদনায় ভুল হয়েছে" স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল বিবিসি। বিবিসির চেয়ার সামির শাহ হোয়াইট হাউসের কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন এবং ব্রিটিশ আইনপ্রণেতাদের কাছে স্বীকার করেন যে এই সম্পাদনা ছিল 'এরর অব জাজমেন্ট'। ব্রিটিশ সংস্কৃতি মন্ত্রী লিসা ন্যান্ডিও এই ক্ষমা চাওয়ার পদক্ষেপকে 'যথাযথ ও প্রয়োজনীয়' বলেছিলেন।
তবে ডোনাল্ড ট্রাম্প এটিকে 'অপর্যাপ্ত' বলে উড়িয়ে দিয়েছেন। জিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সম্পাদনাটিকে 'অবিশ্বাস্য' বলে মন্তব্য করেন এবং নির্বাচনী হস্তক্ষেপের সঙ্গেও এর তুলনা করেন। ট্রাম্প বলেন, "আমি একটি সুন্দর ভাষণ দিয়েছিলাম, আর তারা সেটিকে সুন্দর না-থাকা ভাষণ বানিয়ে ফেলেছে। ফেইক নিউজ একটা দারুণ শব্দ ছিল, কিন্তু এটাও যথেষ্ট শক্তিশালী নয়। এটি ভুয়া সংবাদ নয়— এটি দুর্নীতিগ্রস্ত।"
এই বিষয়ে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও আলোচনা করবেন বলে জানান।
ট্রাম্পের ভাষণ সম্পাদনা নিয়ে সৃষ্ট এই সমালোচনার ফলে বড় ধরনের সংকটে পড়েছে বিবিসি নিউজ। গত রোববার প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাবিভাগের প্রধান (হেড অব নিউজ) ডেবোরা টারনেস পদত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
