× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালীন মসজিদে হামলায় আহত ৫৪, দগ্ধ অনেকেই

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

০৭ নভেম্বর ২০২৫, ১৫:৫৯ পিএম । আপডেটঃ ০৭ নভেম্বর ২০২৫, ১৮:১৩ পিএম

ইন্দোনেশিয়ার জাকার্তায় স্কুল প্রাঙ্গণের যে মসজিদে বিস্ফোরণ ঘটে, তার আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল প্রাঙ্গণে অবস্থিত মসজিদে জুমার নামাজ চলাকালে হওয়া বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অন্তত ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই দগ্ধ এবং কয়েকজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (৭ নভেম্বর) উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে শহরের পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি এক সংবাদ সম্মেলনে বলেন, আহতদের মধ্যে ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রয়টার্সকে নিশ্চিত করেন, "তাদের অনেকেই দগ্ধ, কয়েকজনের অবস্থা গুরুতর।"

বিস্ফোরণের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিক তথ্যানুযায়ী, বিস্ফোরণটি মসজিদের ভেতরের লাউডস্পিকারের কাছাকাছি এলাকা থেকে হয়েছিল এবং এর তীব্রতায় বেশিরভাগ মানুষ কাঁচের টুকরা বা বিস্ফোরণের ধাক্কায় আহত হন।

দেশটির খবরের চ্যানেল কম্পাস টিভি ও মেট্রো টিভির ফুটেজে দেখা যায়, বিস্ফোরণস্থলের আশেপাশে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়।

যদিও মসজিদের কাঠামোগত তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে জুমার নামাজ চলাকালে এমন ঘটনায় মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলের চারপাশে কর্ডন করে এবং তদন্ত শুরু করে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.