আফগানিস্তানের কান্দাহারে পাকিস্তানি হামলার শিকার হওয়া একটি ক্ষতিগ্রস্ত ভবনের ফাইল চিত্র।
তুরস্কের ইস্তান্বুলে যখন যুদ্ধবিরতি চুক্তি শক্তিশালী করতে পাকিস্তান ও আফগানিস্তান নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়েই আফগান ভূখণ্ডে ফের হামলা চালাল পাকিস্তান। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের বেসামরিক এলাকা লক্ষ্য করে বৃহস্পতিবার পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে গোলা নিক্ষেপ করেছে বলে আফগান সেনাবাহিনীর সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই অপ্রত্যাশিত গোলাবর্ষণের জেরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
আফগান সেনাবাহিনীর একটি সূত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে যে, বৃহস্পতিবার কান্দাহারের বেসামরিক এলাকা লক্ষ্য করে পাকিস্তান থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই গোলাবর্ষণ প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে চলে।
সূত্রটি আরও জানিয়েছে, ইস্তান্বুলে শান্তি আলোচনা চলছে, তার প্রতি সম্মান জানিয়ে আফগান বাহিনী এখনো পাল্টা আক্রমণ চালায়নি এবং সংযম দেখাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি এ কথা বললেও, পাকিস্তানের সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে। বিশেষত সীমান্তপারের সন্ত্রাসবাদ ও নিরাপত্তা উদ্বেগ এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
গত মাসের শুরুর দিকেও সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়েছিল। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সহিংসতায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, যাদের মধ্যে প্রায় ৫০ জন ছিলেন আফগান বেসামরিক নাগরিক। এটি সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অন্যতম সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ ছিল।
দুই দেশ গত ১৯ অক্টোবর কাতারে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল। তবে গত সপ্তাহে চুক্তির বিস্তারিত চূড়ান্ত করতে তুরস্কে আলোচনায় অচলাবস্থা দেখা দেয়। উভয় পক্ষই পরস্পরকে আলোচনায় 'অসৎ উদ্দেশ্য' প্রদর্শনের অভিযোগ তোলে।
বৃহস্পতিবার ইস্তান্বুলে আলোচনার নতুন পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে কি না, তা এখনো কোনো পক্ষ নিশ্চিত করেনি।
এদিকে, উভয় দেশই সতর্ক করেছে যে আলোচনায় দ্রুত অগ্রগতি না হলে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে পাকিস্তানি গোলাবর্ষণের ঘটনা শান্তি প্রক্রিয়ায় বড় ধরনের ধাক্কা দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিষয় : সংঘর্ষ পাকিস্তান-আফগানিস্তান
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
