× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আফগানিস্তানের মাটি থেকে হামলা হলে ‘গভীরে আঘাত’ হানবে পাকিস্তান: প্রতিরক্ষামন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

৩০ অক্টোবর ২০২৫, ০১:৫৮ এএম । আপডেটঃ ৩০ অক্টোবর ২০২৫, ১৯:১২ পিএম

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স

আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের ওপর সন্ত্রাসী হামলা চালানো হলে ইসলামাবাদ 'আফগানিস্তানের গভীরে' আঘাত হানবে বলে তালেবান সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সীমান্ত সন্ত্রাস মোকাবিলায় তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে হওয়া আলোচনা 'কার্যকর সমাধানে পৌঁছাতে ব্যর্থ' হওয়ার পরই তিনি এই মন্তব্য করলেন।

আফগান মাটি থেকে আন্তঃসীমান্ত হামলার ক্ষেত্রে পাকিস্তানের হাতে কী বিকল্প আছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পার্লামেন্ট হাউসে খাজা আসিফ বলেন, ‘আমরা অবশ্যই আঘাত হানব, নিশ্চিতভাবেই হানব।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘যদি তাদের ভূখণ্ড ব্যবহার করা হয় এবং তারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করে, তবে প্রতিশোধ নিতে যদি আমাদের আফগানিস্তানের গভীরে যেতে হয়, আমরা অবশ্যই তাই করব।’

আজকের ব্যর্থ আলোচনা প্রসঙ্গে খাজা আসিফ অভিযোগ করেন, কাবুল আলোচনার কোনো স্তরেই আন্তরিক ছিল না। তিনি বলেন, 'ভারতের নির্দেশে এবং তাদের "এজেন্ট" হয়ে "ফিতনা আল-হিন্দুস্তান" আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানের ওপর তাদের অবস্থানকে কাজে লাগাতে চাইছে।'

প্রতিরক্ষামন্ত্রী আসিফ অভিযোগ করেন, কাবুলের পুরো নেতৃত্ব ভারতের হাতে খেলছে।

আসিফ বলেন, পাকিস্তান ও আফগানিস্তান—উভয় দেশের ওয়ার্কিং গ্রুপ ইস্তাম্বুলে উপস্থিত ছিল। চুক্তি প্রায় চূড়ান্ত হওয়া সত্ত্বেও কাবুল তা আটকে দিয়েছে। তিনি জানান, চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পরও কাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে বারবার নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে।

খাজা আসিফ আরও বলেন, কাবুলের নেতারা যদি সংঘাতের পথ বেছে নিয়ে থাকেন, ‘তাহলে তাই হোক’। এর আগে গত ২৫ অক্টোবর দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার পর খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে এর অর্থ হবে ‘প্রকাশ্য যুদ্ধ’।

সাম্প্রতিক আলোচনার সময়ে উদ্ভূত সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে আসিফ বলেন, অন্য পক্ষ (আফগানিস্তান) স্বীকার করেছে, নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) হামলা চালানো থেকে বিরত রাখতে হবে এবং তারা আফগান মাটি ব্যবহার করছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, তারা সবকিছুতেই একমত হচ্ছিল, কিন্তু লিখিতভাবে দিতে রাজি হচ্ছিল না।

আলোচনায় টিটিপিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘এটি নিয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি তারা যদি বলতও, তবে আমাদের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান আসত।’

মন্ত্রী আরও বলেন, মধ্যস্থতাকারী দেশ কাতার ও তুরস্ক এখন কাবুলের দৃষ্টিভঙ্গির ‘ত্রুটি’ সম্পর্কে অবগত। তিনি বলেন, ‘আমরা পূর্ণ আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছি, যাতে পাকিস্তান ও আফগানিস্তান ভালো প্রতিবেশী হিসেবে শান্তিতে থাকতে পারে। কিন্তু তারা যদি তাদের লাগাম দিল্লির হাতে তুলে দিয়ে থাকে, তাহলে এটি কঠিন হবে।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আফগানিস্তানের তালেবান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া এর কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই।

খাজা আসিফ দাবি করেন, সেই সরকারের পুরো আফগানিস্তানে কর্তৃত্ব নেই। আফগানিস্তান কার্যত খণ্ড খণ্ড হয়ে গেছে, যেখানে এক বা একাধিক প্রভাবশালী সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তান ‘একটি রাষ্ট্রের সংজ্ঞা পূরণ করে না’ এবং অন্তর্বর্তী প্রশাসনও এটিকে তা মনে করে না।

আফগান তালেবান তাদের দেশকে ২০০১ সালের ডিসেম্বরে তোরাবোরায় মার্কিন সামরিক অভিযানের মতো পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘এটি অবশ্যই একটি সম্ভাবনা।’

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থা আশা প্রকাশ করেছে, ‘আবার সংঘাত শুরু হবে না’।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিককে আলোচনা ভেঙে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, এটি অবশ্যই উদ্বেগের বিষয়। আমরা আশা করি, আলোচনা স্থগিত থাকলেও আবার লড়াই শুরু হবে না।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.