× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেনে এক রাতে সাড়ে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

১৭ অক্টোবর ২০২৫, ০৩:০৮ এএম । আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৫, ১৬:১৬ পিএম

ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে বুধবার রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে একটি আবাসিক বা বাণিজ্যিক ভবন। ছবি: রয়টার্স

রাশিয়া ইউক্রেনজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এক রাতেই তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল (বুধবার) রাতে এই ভয়াবহ হামলার তথ্য নিশ্চিত করেছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, এই হামলায় ৩০০টির বেশি ড্রোন ও ৩৭টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মধ্য ইউক্রেনের ভিনিতসিয়া ও পোলতাভা অঞ্চলে এই হামলা কেন্দ্রীভূত ছিল। পাশাপাশি উত্তরের সুমি ও খারকিভ অঞ্চলেও ব্যাপক হামলা হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী হামলার ক্ষয়ক্ষতি এবং প্রতিরক্ষা কার্যক্রমের বিস্তারিত জানিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার ছোড়া ৩৭টি ড্রোন ও ১৪টি ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে ইউক্রেনের বিমানবাহিনী ২৮৩টি ড্রোন এবং পাঁচটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পুরোটা জুড়েই প্রতি বছর শীতকালে মস্কো ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে।

এবারের হামলায় ইউক্রেনের গ্যাস অবকাঠামোর ওপরও বড় ধরনের প্রভাব পড়েছে। ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাফতোগ্যাসের প্রধান নির্বাহী সের্গি কোরেতস্কি বলেছেন, "শুধু চলতি মাসেই দেশের গ্যাস-সংক্রান্ত অবকাঠামোগুলোতে ছয়টি বড় ধরনের হামলা হয়েছে। এর ফলস্বরূপ ইউক্রেনের গ্যাস উৎপাদনের ওপর বিরূপ প্রভাব পড়েছে।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.