× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রদর্শন উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজে

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

১২ অক্টোবর ২০২৫, ০১:৫৮ এএম । আপডেটঃ ১২ অক্টোবর ২০২৫, ০১:৫৮ এএম

উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত ‘হোয়াসং-২০’ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাজধানী পিয়ংইয়ংয়ে, ১০ অক্টোবর ২০২৫। ছবি: রয়টার্স।

নিজেদের ‘সবচেয়ে শক্তিশালী’ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া। গত শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত বিশাল সামরিক কুচকাওয়াজে ‘হোয়াসং-২০’ নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শিত হয়। ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রাশিয়া ও চীনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা (কেসিএনএ) এই খবর জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের ক্রমবর্ধমান সাহসী অবস্থানের মধ্যেই এই সামরিক প্রদর্শনী হলো। ইউক্রেনের রণক্ষেত্রে রাশিয়ার পক্ষে লড়তে কিম হাজার হাজার সেনা পাঠিয়েছেন বলে জানা গেছে। এর বিনিময়ে মস্কোর কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছেন তিনি।

কেসিএনএ জানিয়েছে, কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ভিয়েতনামের নেতা তো ল্যাম। তাঁরা সবাই কিম জং–উনের কাছাকাছি আসনে বসে অনুষ্ঠান উপভোগ করেন।

রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হাজার হাজার মানুষ রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তায় সারিবদ্ধভাবে অনুষ্ঠানটি দেখেন এবং পতাকা নাড়িয়ে উল্লাস প্রকাশ করেন। একে একে দেশটির সর্বাধুনিক অস্ত্রশস্ত্র অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। এসবের মধ্যে দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণযান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে ছোড়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছিল।

তবে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে উত্তর কোরিয়ার ‘সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র’ বলে পরিচিত ‘হোয়াসং-২০’ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি।

বক্তৃতায় কিম জং–উন দেশের ‘অজেয় সেনাবাহিনী’র প্রশংসা করেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এবং খারাপ সময় পাড়ি দিতে দলের সংগ্রামে সেনাবাহিনী সব সময় দ্বিগুণ শক্তি জুগিয়েছে।

বিদেশি যুদ্ধক্ষেত্রে আন্তর্জাতিক ন্যায়ের জন্য তাঁর দেশের বিপ্লবী সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ লড়াই এবং বিজয়কে কিম আদর্শিক ও মানসিক উৎকর্ষের প্রমাণ হিসেবে উল্লেখ করেন। এর মধ্য দিয়ে তিনি রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণের কথা ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার তথ্য অনুযায়ী, রাশিয়ার হয়ে লড়াই করতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় ৬০০ সেনা নিহত এবং কয়েক হাজার সেনা আহত হয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.