× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনের হুমকি

ইসরায়েলের পথে তাইওয়ান, গড়ছে 'আয়রন ডোম' আদলে প্রতিরক্ষা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

১১ অক্টোবর ২০২৫, ০১:৫০ এএম । আপডেটঃ ১১ অক্টোবর ২০২৫, ০১:৫৪ এএম

চীনের হুমকি মোকাবেলায় তাইওয়ানের আকাশে এটি-৩ জঙ্গি বিমান। ছবি: রয়টার্স

চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে নিজেদের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন এক বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। তাঁর সরকার সতর্ক করেছে যে, তাইওয়ানে হামলার জন্য চীন ক্রমাগত তাদের সক্ষমতা বাড়াচ্ছে।

শুক্রবার এক ভাষণে প্রেসিডেন্ট লাই বলেন, 'টি-ডোম' নামে এই নতুন ব্যবস্থা তাইওয়ানের নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষার জন্য "নিরাপত্তার জাল" হিসেবে কাজ করবে। তিনি জোর দিয়ে বলেন, "প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির লক্ষ্য স্পষ্ট—শত্রুর হুমকি মোকাবেলা এবং নিজেদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করা।"

প্রেসিডেন্ট লাই চিং-তে জানান, এই বছর শেষের বিশেষ প্রতিরক্ষা বাজেট প্রস্তাবে 'টি-ডোম' তৈরির ব্যয় পরিকল্পনা পেশ করা হবে। যদিও তিনি নতুন এই ব্যবস্থার বিস্তারিত কিছু জানাননি, তবে রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এটি মূলত ইসরায়েলের সুপরিচিত 'আয়রন ডোম' প্রতিরক্ষা ব্যবস্থার আদলে গড়ে তোলা হবে।

লাই বলেন, “আমরা 'টি-ডোম' গড়ে তুলব—একটি কঠোর, বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, যা উন্নত শনাক্তকরণ প্রযুক্তি ও কার্যকর প্রতিরোধ ক্ষমতার সমন্বয়ে গঠিত হবে।”

প্রেসিডেন্টের দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, এই প্রকল্পের মাধ্যমে তারা এমন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চান, যার বাধাদান ক্ষমতা আরও বেশি হবে। বর্তমানে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত যুক্তরাষ্ট্রের তৈরি 'প্যাট্রিয়ট' ও দেশীয় প্রযুক্তিতে তৈরি 'স্কাই বো' ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভরশীল।

প্রেসিডেন্ট লাইয়ের বক্তব্যের পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন প্রেসিডেন্ট লাইকে "বিচ্ছিন্নতাবাদী, বিপদসৃষ্টিকারী ও যুদ্ধ-উসকানিদাতা" আখ্যা দেন। তিনি সতর্ক করে বলেন, "জোর করে স্বাধীনতা অর্জনের চেষ্টা তাইওয়ানকে কেবল সংঘাতের দিকেই নিয়ে যাবে।"

অন্যদিকে, লাই চিং-তে তাইওয়ান প্রণালীর বর্তমান অবস্থা জোর করে পরিবর্তন না করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা আমাদের শেখায়—যুদ্ধের যন্ত্রণা ও আগ্রাসনের ক্ষতি মানবতার জন্য ভয়াবহ। ইতিহাসের সেই ট্র্যাজেডি যেন আর কখনও ফিরে না আসে।”

এদিকে, এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা তাইওয়ানের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পরিকল্পনা ও শান্তি বজায় রাখার অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.