গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর। ছবি: রয়টার্স ফাইল ছবি
গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান এবং এর জেরে সৃষ্ট মানবিক সংকটের প্রতিবাদে আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে। সম্প্রতি স্পেনের বার্সেলোনা শহরের রাস্তায় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, ইসরায়েল ও তাদের ফুটবল ক্লাবগুলোকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার জন্য ইউরোপীয় ফুটবল সংস্থা ইউইএফএ (UEFA)-কে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন আন্তর্জাতিক আইনবিশেষজ্ঞদের একটি দল।
গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'য় ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদে বার্সেলোনার রাস্তায় বিক্ষোভ করেন অধিকারকর্মীরা। বিক্ষোভের আয়োজকরা জানান, ফ্লোটিলায় ইসরায়েলের সামরিক অভিযান এবং শত শত অধিকারকর্মীকে আটকের প্রতিবাদে এই সমাবেশ।
গাজায় ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিবাদে ৩০ জনেরও বেশি আইনবিশেষজ্ঞ ইউরোপীয় ফুটবল সংস্থা ইউইএফএ-এর সভাপতি আলেক্সান্দার সেফেরিন বরাবর একটি চিঠি লিখেছেন। গত বৃহস্পতিবার লেখা এই চিঠিতে, ইসরায়েলকে তাদের ক্লাবসহ সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের তদন্তকারীদের তৈরি করা সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চালানো জাতিগত নিধন এরই মধ্যে নিশ্চিত হয়েছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলকে নিষিদ্ধ করা এখন 'অপরিহার্য'।
চিঠিতে স্বাক্ষরকারীরা ইউইএফএ এবং এর সদস্য সংস্থাগুলোর প্রতি তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানান এবং অবিলম্বে ইসরায়েলি ফুটবলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির দাবি জানান।
আইনবিশেষজ্ঞদের চিঠিতে গাজার ক্রীড়াঙ্গনে ইসরায়েলের সামরিক অভিযানের ভয়াবহ প্রভাবও তুলে ধরা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরুর পর কমপক্ষে ৪২১ জন ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছেন।
তাঁরা অভিযোগ করেন, ইসরায়েলের অব্যাহত বোমা হামলা গাজার ফুটবল অবকাঠামোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করছে। এই ধরনের কর্মকাণ্ড একটি গোটা প্রজন্মের ক্রীড়াবিদদের বিলুপ্ত করে দিচ্ছে এবং ফিলিস্তিনি খেলাধুলার মূল ভিত্তিকেই নষ্ট করছে।
চিঠিতে আরও বলা হয়, ইসরায়েলি ফুটবল সংস্থা (আইএফএ) এই লঙ্ঘনগুলোকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হওয়ায় সংস্থাটিও গাজায় ইসরায়েলি নৃশংসতার সঙ্গে জড়িত বলে ধরা হচ্ছে। তাই ইউইএফএ প্রতিযোগিতায় আইএফএ-এর অংশগ্রহণ অগ্রহণযোগ্য।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশনের নির্বাহী পরিচালক এলিসা ভন জোডেন-ফোরজি, পাশাপাশি কয়েকজন সাবেক জাতিসংঘ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনবিষয়ক গবেষক।
বর্তমানে ইসরায়েলের জাতীয় দল ইউরোপীয় বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিচ্ছে এবং দেশটির ক্লাবগুলোও ইউইএফএ-এর মহাদেশীয় টুর্নামেন্টে খেলছে। তবে বিশ্বের ফুটবল অঙ্গন থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন করার দাবি কয়েক মাস ধরেই জোরালো হচ্ছে। গ্লাসগো, প্যারিস, রোম এবং বিলবাওসহ বিভিন্ন শহরের ফুটবল–ভক্তরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে গাজার প্রতি সংহতি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh