গাজা অভিমুখী ত্রাণবহর আটকের তীব্র নিন্দা তুরস্কের প্রেসিডেন্টের; বললেন, গণহত্যাকারীরা অপরাধ ঢাকতে পাগল হয়ে গেছে। ফাইল ছবি: রয়টার্স
গাজা উপত্যকা অভিমুখী ত্রাণবাহী নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' আটকের ঘটনাকে 'জলদস্যুর কাজ' বলে তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের পদক্ষেপ প্রমাণ করে যে ইসরায়েলিরা গাজায় তাদের অপরাধ ঢাকতে 'পাগল' হয়ে গেছে।
নিজের দল একে পার্টির এক সমাবেশে বক্তৃতার সময় এরদোয়ান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, "গণহত্যাকারী নেতানিয়াহু সরকার শান্তির ন্যূনতম সুযোগ আসুক, সেটাও সহ্য করতে পারে না।" তাঁর মতে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজায় নির্মমতা ও ইসরায়েলের 'খুনি চেহারা' তুলে ধরেছে।
তুর্কি প্রেসিডেন্ট আরও অঙ্গীকার করেন, "আমরা আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের ছেড়ে যাব না। যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং শান্তি ফিরিয়ে আনতে আমরা আমাদের সব ক্ষমতা দিয়ে কাজ করে যাব।"
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে সমুদ্রপথে গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান অংশ নেয়, যাতে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষ যোগ দেন। এই বহরে নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকসহ যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও ছিলেন।
গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা এই নৌবহর গত বুধবার (১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গাজার কাছাকাছি এলাকায় পৌঁছায়। ২০০৭ সাল থেকে ভূমধ্যসাগরের ওই জলসীমা অবরোধ করে রেখেছে ইসরায়েল।
বুধবার মধ্যরাতে ইসরায়েলি সেনারা নৌবহরের জাহাজগুলোতে উঠে গাজার উদ্দেশে যাত্রা করা অধিকারকর্মীদের আটক করে এবং জাহাজগুলো নিজেদের দেশের বন্দরে নিয়ে যায়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজ তারা আটক করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, "সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।"
এই ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে ইসরায়েলের ভূমিকা আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে।
বিষয় : ইসরায়েল গাজা রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিন
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh