× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে এফসি সদর দপ্তরে আত্মঘাতী হামলা: নিহত ১০, আহত ৩২

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১ পিএম । আপডেটঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কোয়েটা শহরে অবস্থিত ফ্রন্টিয়ার কর্পস (এফসি)-এর সদর দপ্তরের কাছে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।

বেলুচিস্তানের স্বাস্থ্য মন্ত্রী বাখত মুহাম্মদ কাকার এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। আহতদের দ্রুত সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। অনলাইন ডন-এর রিপোর্ট অনুযায়ী, সিভিল লাইনস পুলিশ স্টেশনের হাউস অফিসার আমিন জাফর জানিয়েছেন, বিস্ফোরণের পর আটজনকে সিভিল হাসপাতালে আনা হয়েছিল।

পুলিশের সুপারিন্টেন্ডেন্ট (এসপি) মুহাম্মদ বালোচ জানান, এফসি সদর দপ্তরের কাছে মডেল টাউনের দিকে যাওয়ার সময় একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের চিত্র টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির সারফরাজ বুগতি এই হামলাকে সন্ত্রাসী কার্যকলাপ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। বেলুচিস্তান সরকারের এক পোস্টে তিনি নিশ্চিত করেন যে, হামলার সঙ্গে জড়িত চারজন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। তিনি আরও বলেন, কাপুরুষোচিত কার্যকলাপের মাধ্যমে জঙ্গিরা জাতির সংকল্পকে দুর্বল করতে পারবে না এবং বেলুচিস্তানকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই হামলাকে আত্মঘাতী হামলা বলে দাবি করেছেন। প্রেসিডেন্টের কার্যালয়ের এক পোস্টে এই হামলার জন্য 'ফিতনা আল খাওয়ারিজ'-এর নিন্দা করা হয়েছে। উল্লেখ্য, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের বোঝাতে প্রায়শই 'ফিতনা-আল-খাওয়ারিজ' শব্দটি ব্যবহৃত হয়।

এ ঘটনায় গোটা কোয়েটা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের মূল উদ্দেশ্য ও যোগসূত্র খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.