× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধস: নিহত ৩, আটকে ৩৮

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫ পিএম । আপডেটঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১ পিএম

ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা, চলছে উদ্ধারকাজ। ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি মাদ্রাসা ভবনের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও ৩৮ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

২৯ সেপ্টেম্বর এই দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ফরাসি সংবাদ সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা মাদ্রাসায় আসরের নামাজের জন্য সমবেত হচ্ছিলেন। এই সময় সিদোয়ার্জো শহরের ওই বহুতল বিশিষ্ট মাদ্রাসা ভবনের ছাদ হুড়মুড়িয়ে ধসে পড়ে।

দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। মাদ্রাসার বাইরে শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠায় অপেক্ষায় রয়েছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মাদ সায়াফি জানিয়েছেন, "দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে এবং ৯৯ জন অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন।"

তিনি আরও জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আবদুল মুহারি নিশ্চিত করেছেন, উদ্ধারকারীরা বর্তমানে আটকে পড়া ৩৮ জনকে উদ্ধারের কাজ করছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.