× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ায় নিউজিল্যান্ডে তীব্র ক্ষোভ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪১ পিএম । আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪ পিএম

উইনস্টন পিটার্স

নিউজিল্যান্ড সরকারের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্তে দেশজুড়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল, ফিলিস্তিনি সংগঠন এবং প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী। তাদের মতে, এই সিদ্ধান্ত নিউজিল্যান্ডকে 'ইতিহাসের ভুল পাশে' দাঁড় করিয়েছে এবং দীর্ঘদিনের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক মিত্রদের অবস্থানের সঙ্গে বৈপরীত্য সৃষ্টি করেছে।

অনলাইন গার্ডিয়ান পত্রিকার খবর অনুযায়ী, গত সপ্তাহে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশ নিউইয়র্কে জাতিসংঘের বিশেষ সম্মেলনের আগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। চলতি মাস পর্যন্ত জাতিসংঘের মোট ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৫৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং অন্যান্য মন্ত্রীর মন্তব্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছিল, নিউজিল্যান্ডের জোট সরকারও এই একই পদক্ষেপ নেবে। তারা বলেছিলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে 'কবে দেওয়া হবে, সেটা প্রশ্ন, দেওয়া হবে কি না- সেটা নয়।'

কিন্তু শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানান, নিউজিল্যান্ড দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ হলেও এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না।

তিনি বলেন, "যুদ্ধ চলমান অবস্থায়, হামাস যখন গাজার কার্যত শাসক, আর ভবিষ্যতের কোনো ধাপ পরিষ্কার নয়—তখন ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। তাই এখনই নিউজিল্যান্ডের পক্ষে স্বীকৃতি ঘোষণা করা যুক্তিযুক্ত হবে না।" পিটার্স আরও দাবি করেন, এই স্বীকৃতি যুদ্ধবিরতি প্রচেষ্টায় জটিলতা সৃষ্টি করতে পারে।

সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে অনেক নিউজিল্যান্ডবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমেও অনেকে হতাশা প্রকাশ করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক সরকারের এই অবস্থানের কড়া সমালোচনা করে বলেন, নিউজিল্যান্ড নিজেকে 'ইতিহাসের ভুল পাশে' দাঁড় করিয়েছে। তিনি আরএনজেড’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "একটি সমাধানের পথে এগোনোর অংশ হিসেবে যত বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, নিউজিল্যান্ড ততটাই পিছিয়ে পড়ছে এবং এর কোনো যৌক্তিক কারণ নেই।"

এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার অকল্যান্ডে অভিবাসন বিষয়ক মন্ত্রীর অফিসের সামনে অ্যাংলিকান ও ক্যাথলিক ধর্মযাজকরা নিজেদের শৃঙ্খলাবদ্ধ করে প্রতীকী প্রতিবাদও জানিয়েছেন।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণাগুলো এসেছে এমন এক স্পর্শকাতর সময়ে, যখন ইসরাইল গাজা শহরে হামলা তীব্র করেছে। আশঙ্কা করা হচ্ছে, ফিলিস্তিনকে স্বীকৃতির প্রতিশোধ হিসেবে ইসরাইল পশ্চিম তীর দখল করতে পারে। উল্লেখ্য, এর আগে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন জানিয়েছিল, ইসরাইল গাজায় গণহত্যা চালিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.