× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন হামলা: এক রাতেই ৫৯৫ ড্রোন, নিহত ৪

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ এএম । আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে শনিবার রাতে রাশিয়ার হামলায় বিধ্বস্ত একটি আবাসিক ভবন। ছবি: এএফপি

রাজধানী কিয়েভসহ গোটা ইউক্রেনজুড়ে শনিবার রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর চালানো এই আক্রমণে মস্কো থেকে মোট ৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দীর্ঘ ১২ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই নজিরবিহীন হামলায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৬৮টি ড্রোন ও ৪৩টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে। তবে এই বিশাল সংখ্যক আক্রমণের লক্ষ্য ছিল মূলত ইউক্রেনের রাজধানী কিয়েভ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট বিস্ফোরণের শব্দে কিয়েভের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। আকাশে রুশ ড্রোন উড়তে দেখা যায় এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। হামলার শিকার ভবনগুলো থেকে পরদিন সকালেও ধোঁয়া উড়ছিল।

এই হামলার প্রভাবে প্রতিবেশী দেশ পোল্যান্ড তাদের দক্ষিণাঞ্চলের দুটি শহরের আকাশসীমা বন্ধ করে দিতে বাধ্য হয়। বিপদের হুমকি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো আকাশে টহল দিয়েছে।

হামলার কথা স্বীকার করে গতকাল রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক স্থাপনা। যদিও ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো, কিন্তু এ সময়ের মধ্যে রুশ হামলায় হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং বহু আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এমন বিশাল পরিসরের হামলার পর আন্তর্জাতিক মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের জন্য জরুরি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন আক্রমণ ইউক্রেনের সীমিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর তীব্র চাপ সৃষ্টি করছে।

শনিবার জেলেনস্কি জানান, ইসরায়েল থেকে আনা অতিরিক্ত একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করা হয়েছে। তিনি আশা করছেন, আগামী শরতের মধ্যে আরও দুটি এমন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা ইউক্রেনে পৌঁছাবে।

জেলেনস্কি বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামেও পশ্চিমা মিত্রদের কাছে বার্তা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, রাশিয়ার জ্বালানি খাতের আয়ই যুদ্ধে তাদের সহায়তা করছে। এই আয়ের উৎস বন্ধ করতে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জি-৭ ও জি-১০-এর মতো দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.