× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে ৩১ জনের মৃত্যু: শোকের ছায়া তামিলনাড়ুতে

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:২২ পিএম । আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ এএম

তামিলনাড়ু রাজ্যের করুর শহরে এই জনসভায় অসংখ্য মানুষ যোগ দেন। ছবি: দ্য হিন্দু

তামিলনাড়ু রাজ্যের করুর শহরে অভিনেতা ও রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর সভাপতি থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বহু মানুষ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য হিন্দুর' প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা. সুব্রামানিয়ান জানিয়েছেন, প্রাথমিকভাবে ২৯ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রী আরও নিশ্চিত করেছেন যে, গুরুতর পরিস্থিতি সামাল দিতে তিরুচি থেকে ২৪ জন এবং সালেম থেকে ২০ জন চিকিৎসককে দ্রুত করুরে পাঠানো হচ্ছে।

জানা গেছে, এই জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ। তাঁর প্রিয় অভিনেতাকে দেখতে এবং নতুন দলীয় কার্যক্রমের সাক্ষী হতে জনসভায় বহু মানুষের সমাগম হয়েছিল। অতিরিক্ত ভিড় এবং হুড়োহুড়ির কারণেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ভিড়ের চাপে অনেকে অজ্ঞান হয়ে পড়েন।

করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালা ঘটনার ভয়াবহতা তুলে ধরে বলেন, "নিহতদের মধ্যে ৭ জন প্রাপ্তবয়স্ক ও ৩ জন শিশু রয়েছেন। আরও মরদেহ আসছে এবং আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হচ্ছে।"

এই মর্মান্তিক ঘটনায় তামিলনাড়ু জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.