× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নকল ওষুধ ব্যবসা: দুই ভারতীয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪২ এএম । আপডেটঃ ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৩ এএম

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলযুক্ত নকল ওষুধ সরবরাহের অভিযোগে ভারতের দুই নাগরিক এবং একটি অনলাইন ফার্মেসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় বলছে, এই দুই ব্যক্তি ও তাদের ফার্মেসি লাখ লাখ নকল ওষুধ সরবরাহ করেছে, যেখানে প্রাণঘাতী ফেন্টানাইল ও অন্যান্য মাদকের উপকরণ ছিল।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ অনুসারে, নিষেধাজ্ঞার শিকার দুই ভারতীয় হলেন সাদিক আব্বাস হাবিব সৈয়দ এবং খিজার মোহাম্মদ ইকবাল শেইখ। এই দু'জন বৈধ ওষুধের ছদ্মবেশে ফেন্টানাইল ও মেথামফেটামিনের মতো অবৈধ মাদক ব্যবহার করে তৈরি ওষুধগুলো কম দামে বিক্রি করতেন। নিজেদের অবৈধ কার্যক্রম চালাতে তারা এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করতেন এবং এই প্ল্যাটফর্মেই ক্রেতাদের কাছে তাদের বিষাক্ত পণ্যের প্রচার চালাতেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি জন কে. হার্লে বলেন, এই ফেন্টানাইলের কারণে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, যারা এই বিষ থেকে লাভবান হয়, তাদের জবাবদিহি করার জন্য যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে। হার্লে জানান, যুক্তরাষ্ট্রকে ফেন্টানাইলমুক্ত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের অঙ্গীকার বাস্তবায়নে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয়ের অভিযান অব্যাহত থাকবে।

ফেন্টানাইল হলো এক ধরনের সিনথেটিক মাদক, যা যুক্তরাষ্ট্রে বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী। দেশটিতে ১৮ থেকে ৪৫ বছর বয়সী মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ এই মাদকের অতিরিক্ত ব্যবহার। উল্লেখ্য, এর আগে ট্রাম্প প্রশাসন অবৈধ মাদক সরবরাহকারী হিসেবে ২৩টি দেশকে অভিযুক্ত করেছিল, যার মধ্যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং চীনের নামও ছিল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.