হংকংয়ে আঘাত হেনেছে চলতি বছরের অন্যতম শক্তিশালী টাইফুন রাগাসা। এর প্রভাবে তাইওয়ানে ব্যাপক বৃষ্টি ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১২৪ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, রাগাসার তাণ্ডবে দেশটির পূর্বাঞ্চলীয় হোয়ালিয়েন কাউন্টিতে একটি কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে যায়। এতে হ্রদের পানি প্রবল বেগে হোয়ালিয়েন শহরের ওপর দিয়ে বয়ে যায়। পাহাড়ি ঢলের মতো নেমে আসা এই আকস্মিক বন্যায় ১৪ জনের মৃত্যু হয়। নিখোঁজদের উদ্ধারে জোর তৎপরতা চলছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার থেকেই রাগাসার প্রভাবে তাইওয়ানের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। টাইফুনের এক পাশ আঘাত হানতেই দ্বীপটিতে ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে, সুপার টাইফুন রাগাসার আঘাতের আগে হংকংয়ের কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশের পর রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। উত্তাল ঢেউয়ে হংকংয়ের পূর্ব ও দক্ষিণের বেশ কিছু উপকূলীয় রাস্তা ও বাড়িঘর প্লাবিত হয়েছে। শহরের অর্থনৈতিক কেন্দ্রটিও টাইফুনের প্রভাবে স্থবির হয়ে পড়েছে।