যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় একটি অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন তিনি। একপর্যায়ে নিজের গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যে পৌঁছান মাখোঁ। পুরো ঘটনাটি নিউইয়র্কের রাস্তায় পথচারী এবং স্থানীয় গণমাধ্যমের নজরে আসে।
ঘটনার সূত্রপাত হয় জাতিসংঘে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে অনুষ্ঠান থেকে বের হন মাখোঁ। এরপরই ট্রাম্পের গাড়িবহরের নিরাপত্তার জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে মাখোঁর গাড়িও আটকে যায়। এরপর তিনি গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং রাস্তা পার হওয়ার অনুমতি চান।
তবে পুলিশ কর্মকর্তারা মাখোঁকে জানান যে ট্রাম্পের গাড়িবহর আসছে, তাই কোনো গাড়িকেই রাস্তা পার হতে দেওয়া যাবে না। এক পুলিশ কর্মকর্তা বলেন, "আমি দুঃখিত, প্রেসিডেন্ট। সবকিছু থেমে আছে, এখনই একটি গাড়িবহর আসছে।"
এরপর মাখোঁ সরাসরি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন। হাসতে হাসতে ফোনে তিনি বলেন, "কেমন আছেন? আন্দাজ করুন তো কী ঘটেছে? আমি রাস্তায় অপেক্ষা করছি, কারণ সবকিছু আপনার জন্য থেমে গেছে।"
এর কিছুক্ষণ পর মাখোঁকে তার গাড়ি ছেড়ে পায়ে হেঁটে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তিনি প্রায় ৩০ মিনিট ধরে হাঁটেন। এই সময়ে তিনি পথচারীদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। একজন পথচারী তাকে কপালে চুমুও দেন। মাখোঁর এই অপ্রত্যাশিত হাঁটার ঘটনাটি নিউইয়র্কের রাস্তায় একটি বিশেষ আলোচনার জন্ম দেয় এবং তার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার আগ্রহ প্রমাণ করে।