রাশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত কামচাটকা উপদ্বীপে শুক্রবার (তারিখ উল্লেখ করুন) আঘাত হেনেছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর ফলে আশেপাশের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
ভূমিকম্পের তীব্রতায় ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে ওঠার পাশাপাশি রাস্তায় রাখা গাড়িগুলোকেও দুলতে দেখা যায়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, 'সকালে ঘুম ভাঙার পরই এমন ভয়াবহ কম্পনে আবারও আতঙ্কে রয়েছে কামচাটকার বাসিন্দারা। প্রাথমিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।'
বিশেষজ্ঞদের মতে, কামচাটকা উপদ্বীপটি 'রিং অফ ফায়ার' নামে পরিচিত একটি টেকটোনিক বেল্টের অংশ। প্রশান্ত মহাসাগরের অধিকাংশ এলাকাজুড়ে বিস্তৃত এই বেল্টটি ভূমিকম্পের জন্য অত্যন্ত সংবেদনশীল। এর আগে জুলাই মাসে একই অঞ্চলে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্পের পর সুনামি দেখা দিয়েছিলো।