× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিনোদন জগতেও ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে ইসরায়েল: বর্জনের ডাক দিলেন হাজারো চলচ্চিত্র তারকা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম । আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ এএম

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ করায় সুইজারল্যান্ডে পুলিশের জলকামান হামলা। ছবি: এএফপি

গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রতিবাদে বিশ্বের বিনোদন জগতে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে দেশটি। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রের মতো চলচ্চিত্র ও শিল্প জগতেও ইসরায়েলকে বর্জনের ডাক দিয়েছেন ৪ হাজারের বেশি চলচ্চিত্র ব্যক্তিত্ব। এতে যুক্ত আছেন অসংখ্য নামজাদা পরিচালক, অভিনেতা, ও কলাকুশলী।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, গাজায় চলমান ‘গণহত্যা ও ফিলিস্তিনিদের উচ্ছেদ’র প্রতিবাদে চলচ্চিত্র শিল্পের হাজারো মানুষ ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোকে বয়কট করার আহ্বানে স্বাক্ষর করেছেন। ওই বার্তায় বলা হয়, “চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, কর্মী ও প্রতিষ্ঠান হিসেবে আমরা মানুষের ধারণা বদলানোর ক্ষেত্রে চলচ্চিত্রের ভূমিকাকে স্বীকার করি। এই চরম সংকটে যখন অনেক দেশের সরকার গাজায় গণহত্যাকে সমর্থন করছে, এমন পরিস্থিতিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।”

এই বর্জন বার্তায় সই করা উল্লেখযোগ্য পরিচালকদের মধ্যে রয়েছেন ইয়োরগোস ল্যান্থিমস, আভা ডুভার্নে, আসিফ কাপড়িয়া, বুটস রাইলি এবং জশুয়া ওপেনহেইমার। অন্যদিকে, অভিনেতাদের মধ্যে আছেন অলিভিয়া কোলম্যান, মার্ক রাফালো, টিলডা সুইন্টন, হাভিয়ের বারদেম, অইয়ো ইডেবিরি, রিজ আহমেদ, যশ ও-কনর, সিনথিয়া নিক্সন, জুলি ক্রিস্টি, ইলয়ানা গ্লেজার, রেবেকা হল, এইমি লু উড এবং ডেবরা উইংগার।

দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদন অনুসারে, হলিউডের কয়েকজন শীর্ষ অভিনেতাসহ চলচ্চিত্র শিল্পের চার হাজারের বেশি মানুষ ইসরায়েলি চলচ্চিত্র শিল্পকে বর্জনের ডাক দেওয়া চিঠিতে সই করেছেন। এই তালিকায় আরও রয়েছেন অস্কারজয়ী অভিনেতা হোয়াকিন ফিনিক্স, রুনী মারা, এমা ডি’আরসি, এরিক আন্দ্রে, এলিয়ট পেইজ এবং গাই পিয়ার্স। চিঠিতে তারা ফিলিস্তিনিদের ওপর গণহত্যা এবং তাদের উচ্ছেদের জন্য জড়িত ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো প্রকার সহযোগিতা না করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে রয়েছে চলচ্চিত্র উৎসব, সিনেমা হল, সম্প্রচার মাধ্যম এবং প্রযোজনা সংস্থায় ইসরায়েলি কোনো কাজ প্রদর্শন না করা।

গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এমি অ্যাওয়ার্ডস-এর অনুষ্ঠানেও ইসরায়েলবিরোধী প্রতিবাদ দেখা যায়। সিএনএন-এর এক প্রতিবেদন অনুযায়ী, অস্কারজয়ী অভিনেতা হাভিয়ের বারদেম অনুষ্ঠানে গলায় কেফিয়াহ রুমাল পরে আসেন এবং গাজায় গণহত্যার নিন্দা জানান। এছাড়া, এমি বিজয়ী হ্যানা আইনবিনডার মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।

এদিকে, সাম্প্রতিক ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। এই চলচ্চিত্রে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে পাঁচ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যুর মর্মস্পর্শী কাহিনি তুলে ধরা হয়েছে। এর অন্যতম নির্বাহী প্রযোজক ছিলেন অস্কার বিজয়ী ব্র্যাড পিট এবং হোয়াকিন ফিনিক্স। গত ৩ সেপ্টেম্বর ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে ছবিটি গ্র্যান্ড জুরি পুরস্কার জিতে নেয় এবং এটি ৯৮তম অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নও পেয়েছে।

তবে, ইসরায়েলি প্রডিউসার অ্যাসোসিয়েশন এই বর্জনের বিরোধিতা করে জানিয়েছে যে তারা ইসরায়েলি রাষ্ট্রের নীতির বিরোধিতা করার পাশাপাশি ফিলিস্তিনিদের বক্তব্যও তুলে ধরে। তারা ফিলিস্তিনি শিল্পীদের সঙ্গেও কাজ করে বলে দাবি করেছে।

রাজনৈতিক ও সামরিক বিভাজনের পাশাপাশি, বিনোদন জগতেও ইসরায়েলের এই ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তির ওপর ব্যাপক প্রভাব ফেলছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.