× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব: রুশ জাহাজকে প্রত্যাখ্যান করলো আদানি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৬ পিএম । আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার জেরে এবার কূটনৈতিক টানাপোড়েনের সৃষ্টি হলো। ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ তাদের কোনো বন্দরেই রাশিয়ার তেলবাহী জাহাজকে ভিড়তে দিলো না। এর ফলে ১০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে একটি রুশ জাহাজকে গতিপথ পরিবর্তন করতে হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজ 'নোবেল ওয়াকার' মঙ্গলবার গুজরাটের মুন্দ্রা বন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু আদানি গ্রুপ জাহাজটিকে বন্দরে প্রবেশাধিকার না দেওয়ায় সেটি গতিপথ বদলে এখন ভাদিনার বন্দরের দিকে রওনা দিয়েছে। আদানি গ্রুপ স্পষ্ট জানিয়েছে, ইইউ, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কোনো জাহাজকে তারা ভারতের ১৪টি বন্দরের কোনোটিতেই প্রবেশ করতে দেবে না।

জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী, 'নোবেল ওয়াকার'-এ প্রায় ১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। এই চালানটি ভারতীয় তেল সংস্থা এইচপিসিএল-মিত্তল এনার্জি লিমিটেড (এইচএমইএল)-এর জন্য আনা হচ্ছিল।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকেই পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। তা সত্ত্বেও ভারত সমুদ্রপথে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছিল। তবে সাম্প্রতিক এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ভারতীয় সংস্থাগুলো এখন রাশিয়ার তেলের সরবরাহ চেইনের ওপর কড়া নজর রাখছে।


সূত্র : ইকোনোমিক টাইমস

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.