× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়ার সম্পদ ধরলে ছাড় নেই, ইউরোপকে হুঁশিয়ারি মস্কোর

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ এএম । আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ এএম

দিমিত্রি মেদভেদেভ। ছবি: এএফপি

রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করার চেষ্টার ব্যাপারে ইউরোপকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সোমবার রাশিয়া স্পষ্ট জানিয়েছে, তাদের সম্পদ দখলের চেষ্টা করলে যেকোনো ইউরোপীয় দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

২০২২ সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করে। এ নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার প্রায় ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইউরোপীয় ইউনিয়ন এখন এই জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর নতুন উপায় খুঁজছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন চান, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য অর্থ সংগ্রহের নতুন পথ খুঁজে বের করুক। পলিটিকো জানিয়েছে, ইউরোপীয় কমিশন এখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকা রাশিয়ার অর্থ ব্যবহার করে ইউক্রেনকে ক্ষতিপূরণ ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

এই প্রসঙ্গে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়ার সম্পদ দখল করলে এই শতকের শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোকে তাড়া করবে রাশিয়া।’ তিনি আরও বলেন, ‘যারা রাশিয়ার সম্পদ দখলে জড়িত থাকবে, ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোকেও ছাড়া হবে না।’ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, ‘রাশিয়া সম্ভাব্য সব উপায়ে, আন্তর্জাতিক এবং জাতীয় সব আদালতে ও আদালতের বাইরেও ইউরোপীয় রাষ্ট্রগুলোকে তাড়া করবে।’

অন্যদিকে, রাশিয়া বলছে, তাদের সম্পদ দখল করা মানে পশ্চিমাদের চুরি করা। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বন্ড ও মুদ্রার ওপর আন্তর্জাতিক আস্থা ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে, ইউরোপীয় দেশগুলোর দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধের জন্য রাশিয়া দায়ী। তাই মস্কোকে জোরপূর্বক ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে। তবে কিছু ব্যাংকার সতর্ক করে বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ জব্দ করার এমন নজির ভবিষ্যতে বিদেশি রাষ্ট্রগুলোকে পশ্চিমা দেশের বন্ড কেনা থেকে নিরুৎসাহিত করতে পারে এবং বিনিয়োগের ওপর আস্থা কমিয়ে দিতে পারে।

এর আগে লন্ডন জানায়, রাশিয়ার জব্দ করা ১৩০ কোটি ডলার তারা ইউক্রেনের অস্ত্র কিনতে খরচ করেছে। এই ঘটনার পর মেদভেদেভ বলেছিলেন, রাশিয়া আরও ইউক্রেনীয় ভূখণ্ড দখল করবে এবং যুক্তরাজ্যের সম্পদ দখলের পথেও হাঁটবে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, পশ্চিমাদের মোট ২৮৫ বিলিয়ন ডলারের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ রয়েছে রাশিয়ার অর্থনীতিতে। রাশিয়ার সম্পদ দখল হলে পশ্চিমাদের এই বিনিয়োগ ঝুঁকির মুখে পড়তে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.