× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়ার ড্রোন ঢুকে পড়ল রোমানিয়ার আকাশসীমায়, আবারো উত্তপ্ত নেটোর সীমানা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ এএম । আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ এএম

এফ-১৬। ছবি: রয়টার্স

ইউক্রেনে হামলার নজরদারি চালানোর সময় রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোন শনাক্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার নেটো জোটের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পোল্যান্ডের পর এবার নেটো জোটের আরেক সদস্য দেশ রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইউক্রেন সীমান্তে টহল দিচ্ছিল রোমানিয়ার দুটি এফ-১৬ যুদ্ধবিমান। সেসময় দানিয়ুব নদীর কাছে ইউক্রেনীয় অবকাঠামোতে রাশিয়ার হামলার পর একটি রুশ ড্রোন শনাক্ত করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চিলিয়া ভেচে গ্রামের কাছে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ড্রোনটি উড়তে দেখা যায়। তবে ড্রোনটি কোনো জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করেনি। এর কিছুক্ষণ পরেই সেটি রাডারের বাইরে চলে যায়। যদিও এই অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।

কয়েক দিন আগে একই ধরনের অভিযোগ উঠেছিল পোল্যান্ডের বিরুদ্ধে। সেসময় পোল্যান্ড দাবি করেছিল, তাদের আকাশসীমা লঙ্ঘনকারী কয়েকটি রুশ ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। ইউক্রেন যুদ্ধে নেটো জোটের সদস্য দেশগুলোর আকাশসীমা বারবার লঙ্ঘিত হওয়ায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ক্রমশ আরও খারাপ হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.