নিহতদের স্মরণে শোকসভায় মোমবাতি প্রজ্বালন। ছবি: সংগৃহীত
দীর্ঘ রাজনৈতিক সংকট, দুর্নীতিবিরোধী বিক্ষোভ এবং প্রাণঘাতী সংঘাতের পর অবশেষে স্বাভাবিক হচ্ছে নেপালের পরিস্থিতি। আজ শনিবার দেশটির রাজধানী কাঠমান্ডুতে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। শিথিল করা হয়েছে কারফিউ এবং কমেছে সেনাবাহিনীর উপস্থিতি।
গত শুক্রবার নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী বিচারপতি এবং এখন প্রথম নারী প্রধানমন্ত্রীও। তার এই নিয়োগকে নেপালি জনগণ পরিবর্তনের প্রতিশ্রুতি হিসেবে দেখছে। সমাজকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মাঝেই নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে আশাবাদ দেখা যাচ্ছে। ৫২ বছর বয়সী সমাজকর্মী সুরজ ভট্টরাই বলেন, 'আমরা আশা করি, নতুন প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন এবং সুশাসন নিশ্চিত করবেন।'
এদিকে, নতুন করে জাতীয় নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৫ মার্চ দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সুশীলা কারকি শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন, যা বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল।
তবে, প্রেসিডেন্ট পাওদেলের এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আটটি রাজনৈতিক দল। এক যৌথ বিবৃতিতে তারা এটিকে 'অসাংবিধানিক' এবং 'নেপালের বিচার বিভাগের পূর্ববর্তী নজিরের পরিপন্থী' বলে দাবি জানিয়েছে। এ বিষয়ে প্রেসিডেন্ট এখনো কোনো মন্তব্য করেননি।
জেন-জি তরুণদের বিক্ষোভ
নেপালে রাজনৈতিক সংকটের সূত্রপাত হয় জেন-জি প্রজন্মের তরুণদের ব্যাপক বিক্ষোভের মধ্য দিয়ে। গত মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করার পর এই সংকট আরও তীব্র হয়। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট পাওদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। দীর্ঘ আলোচনার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকির নাম ঘোষণা করা হয়। দায়িত্ব নেওয়ার পরই সুশীলা কারকি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান।
দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার মূল কারণ হলো দুর্নীতি ও বেকারত্ব। সম্প্রতি সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিলে তরুণদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে, যা শেষ পর্যন্ত বিক্ষোভে রূপ নেয়। এই বিক্ষোভে ৫১ জন নিহত এবং প্রায় দেড় হাজার মানুষ আহত হয়।
আজ সকালে কাঠমান্ডুর দোকানপাট খুলেছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং মানুষজন মন্দিরে ভিড় করছে। সবাই এখন অশান্তি পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাইছে। ২৩ বছর বয়সী দোকানকর্মী দুর্গা মাগর বলেন, 'কারকির এই সিদ্ধান্ত আপাতত ভালো। তরুণ প্রজন্মের মূল সমস্যা দুর্নীতি। আমরা চাই এর অবসান হোক।'
বিষয় : প্রধানমন্ত্রী নেপাল বিক্ষোভ দুর্নীতি
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh