× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন ইতিহাসের সাক্ষী নেপাল: অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ এএম । আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ এএম

শপথ নিচ্ছেন সুশীলা কার্কি। ছবি: এনডিটিভি

নেপালের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন। শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছ থেকে তিনি শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবও নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

কার্কির উত্থান এবং চ্যালেঞ্জ

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে নেপালে গত তিন দিন ধরে চলা তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের পতন হয়। এরপর থেকেই নতুন সরকার গঠন নিয়ে চলছিল জল্পনা। আন্দোলনকারীদের একাংশ শুরুতে সাবেক বিদ্যুৎ প্রকৌশলী কুলমান ঘিসিংয়ের নাম প্রস্তাব করলেও, পরে ৩৫ বছর বয়সী জনপ্রিয় র‍্যাপার ও কাঠমাণ্ডুর নির্দলীয় মেয়র বলেন্দ্র শাহ সুশীলা কার্কিকে সমর্থন জানালে তার পথ সুগম হয়।

৭২ বছর বয়সী সুশীলা কার্কি তার সততা, নিরপেক্ষতা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য সুপরিচিত। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিচারক থাকাকালে তিনি একজন ক্ষমতাসীন মন্ত্রীকে কারাদণ্ড দিতেও পিছপা হননি।

তবে তার বিচারকের জীবনও সহজ ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও জনমতের চাপে তা ভেস্তে যায়। এবার তার সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। জেন-জি (তরুণ প্রজন্ম) আন্দোলনের ফলে সৃষ্ট অস্থির পরিস্থিতিতে একটি সাধারণ নির্বাচনের আয়োজন করার গুরুদায়িত্ব এখন তার কাঁধে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০২৬ সালের ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী ওলির অবস্থান নিয়ে জল্পনা

এদিকে, তীব্র বিক্ষোভের মুখে গত ৯ সেপ্টেম্বর পদত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তিনি কোথায় আছেন তা এখনো নিশ্চিত নয়। কেউ বলছেন তিনি দুবাইয়ে পালিয়েছেন, আবার কেউ দাবি করছেন তিনি আত্মগোপনে রয়েছেন। নেপালের সেনাবাহিনীও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.