কুলমান ঘিসিং ও সুশীলা কার্কি। ছবি: রয়টার্স
নেপালে চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পদত্যাগের পর থেকেই দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা ও বিতর্ক। শুরুতে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহের নাম শোনা গেলেও, বুধবার নেপালের ছাত্র-যুব নেতৃত্ব অর্থাৎ জেন-জি আন্দোলনকারীদের পক্ষ থেকে উঠে আসে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম।
তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। সুশীলার বদলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কুলমান ঘিসিংয়ের নাম প্রস্তাব করে জেন-জি আন্দোলনকারীরা। কুলমান একজন সাবেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তার প্রতি জনসমর্থন বেশি, কারণ দেশের চরম বিদ্যুৎ সংকট দূর করে তিনি নেপালকে অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন। আন্দোলনকারীরা মনে করছেন, যে ঘিসিং দেশকে বিদ্যুৎবিভ্রাট থেকে মুক্ত করতে পেরেছেন, তিনিই এই অস্থির সময়ে দেশের হাল ধরতে পারবেন।
অন্যদিকে, সুশীলার প্রধান হওয়ার ক্ষেত্রে দুটি বড় বাধা রয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। প্রথমত, সংবিধানে অবসরপ্রাপ্ত বিচারপতিদের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়া নিষিদ্ধ। দ্বিতীয়ত, ৭৩ বছর বয়সী সুশীলার বয়স বেশি হওয়ায় তাকে এই পদে বসানো নিয়ে দ্বিধায় রয়েছে আন্দোলনকারীরা। এই মতবিরোধের ফলে আন্দোলনকারীদের মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হয়েছে এবং কাঠমান্ডুতে তাদের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান অশোকরাজ সিগডেল এই সংকট নিরসনে আন্দোলনকারী নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারবিরোধী বিক্ষোভে ওলি সরকারের পতনের পর বর্তমানে দেশের নিরাপত্তা সেনাবাহিনীর হাতে রয়েছে। কারফিউ জারি করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
আন্দোলনকারীরা কাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চান, তা নিয়ে এখনো একমত হতে না পারলেও তাদের একটি দাবি স্পষ্ট। তারা কোনো পুরোনো রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা দিতে চান না। একজন বিক্ষোভকারী বলেন, "এই রক্তপাত পুরোনো নেতাদের কারণেই। যদি রক্ত ঝরানো শুরু করি, তারা টিকতে পারবে না।"
নেপালের এই রাজনৈতিক অস্থিরতা কবে শেষ হবে এবং শেষ পর্যন্ত কার হাতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থাকবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh