× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন, পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত

ইউরোপে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির শঙ্কা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

১০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৭ পিএম । আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

পোলিশ বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান

ইউক্রেনে রুশ হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের জন্য রাশিয়ার একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। এই ঘটনাকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ‘বড় পরিসরের উসকানি’ হিসেবে বর্ণনা করেছেন। ন্যাটো জোটের কোনো সদস্যদেশ এই প্রথম রাশিয়ার ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটাল। এটি ইউরোপ এবং ন্যাটোর জন্য একটি গুরুতর সতর্কবার্তা।






ইউক্রেনে রাশিয়ার হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের জন্য দেশটির সামরিক বাহিনী বুধবার ভোরে রাশিয়ার একটি ড্রোন ভূপাতিত করেছে। ন্যাটো জোটের কোনো সদস্যদেশ এই প্রথম রাশিয়ার ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটাল। এই ঘটনাকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক 'বড় পরিসরের উসকানি' হিসেবে বর্ণনা করেছেন। ইউরোপ এবং ন্যাটোর জন্য এই ঘটনা একটি গুরুতর সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে।

পোল্যান্ডের অপারেশন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, 'এটি একটি আগ্রাসী পদক্ষেপ, যা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য বাস্তব হুমকি তৈরি করেছে।'

'পরিস্থিতি গুরুতর'

জাতীয় নিরাপত্তা ব্যুরোর জরুরি বৈঠকের পর পোলিশ টেলিভিশনে ডোনাল্ড টাস্ক বলেন, 'আমরা সম্ভবত বড় পরিসরের উসকানির মুখে পড়েছি। পরিস্থিতি গুরুতর এবং দেশ এ ধরনের হামলা প্রতিহত করতে প্রস্তুত।'

তিনি আরও জানান, 'বিপুলসংখ্যক' ড্রোন পোল্যান্ডে ঢুকেছিল। পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নাভরকিও বলেন, 'আমাদের মাতৃভূমির নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।'

ন্যাটোর শঙ্কা এবং জোটের দুর্বলতা পরীক্ষা

পোল্যান্ড ন্যাটো জোটের সদস্য। এই জোটের মূলনীতি হলো, এক সদস্যের ওপর হামলা মানে সবার ওপর হামলা।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এ জোটের প্রতি ইউরোপের আস্থা কিছুটা কমেছে। ট্রাম্প ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য ইউরোপকে নিজেদের প্রতিরক্ষায় আরও বেশি নেতৃত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন বলেন, 'রুশ ড্রোন দিয়ে ন্যাটোর আকাশসীমায় বারবার অনুপ্রবেশ আসলে স্পষ্ট সতর্কবার্তা—পুতিন আমাদের সংকল্প পরীক্ষা করছেন যে আমরা পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো রক্ষা করতে পারব কি না।'

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র নেড প্রাইসও মনে করেন, রাশিয়া হয়তো ন্যাটোর সংকল্প ও প্রতিরক্ষাব্যবস্থা পরীক্ষা করার জন্য ড্রোন পাঠিয়েছে।


ইউক্রেন ও ইউরোপের প্রতিক্রিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অন্তত আটটি ‘শাহেদ’ ড্রোন পোল্যান্ডের দিকে পাঠানো হয়েছিল। তিনি এটিকে ‘ইউরোপের জন্য অত্যন্ত বিপজ্জনক নজির’ বলে উল্লেখ করেন। একই রাতে তার দেশকে ৪১৫টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া আক্রমণ করেছে বলেও তিনি দাবি করেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কাল্লাস বলেন, 'এটি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ইউরোপীয় আকাশসীমা লঙ্ঘনের সবচেয়ে গুরুতর ঘটনা। এটি ইচ্ছাকৃত ছিল, দুর্ঘটনাবশত নয়। রাশিয়ার যুদ্ধ শেষ হওয়ার পথে নয়, বরং আরও তীব্র হচ্ছে।'

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা বলেন, 'ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি।' তিনি আরও বলেন, 'রাশিয়া ইচ্ছাকৃতভাবে তার আগ্রাসন বিস্তার করছে। এতে ইউরোপের জন্য হুমকি আরও বাড়ছে।'

পোল্যান্ডের আকাশে রুশ ড্রোন অনুপ্রবেশের এই ঘটনা এমন একটি সময় ঘটল যখন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার চেষ্টা থেমে গেছে, এবং মস্কো আকাশপথে ইউক্রেনে হামলা বাড়াচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.