× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৫ পিএম । আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ এএম

কেপি শর্মা ওলি

সামাজিক মাধ্যম বন্ধ করার প্রতিবাদে দু'দিন ধরে চলা তীব্র বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিবিসি এই খবরটি নিশ্চিত করেছে।

নেপালের তরুণ প্রজন্ম, যাদের 'জেন-জি' বলে অভিহিত করা হয়, তারাই এই বিক্ষোভের প্রধান চালিকাশক্তি ছিল। কাঠমান্ডুতে এই প্রতিবাদের সূচনা হয় যখন সরকার সামাজিক মাধ্যমের ওপর আকস্মিক নিষেধাজ্ঞা জারি করে। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভের প্রকাশ দেখা যায়, যা দ্রুত ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। টানা ৪৮ ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভের চাপ সামলাতে না পেরে অবশেষে প্রধানমন্ত্রী তার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

তার পদত্যাগের মাধ্যমে সরকারের ওপর জনগণের ক্রমবর্ধমান অসন্তোষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের ডিজিটাল অধিকারের প্রতি তাদের সংবেদনশীলতার বিষয়টি আরও একবার স্পষ্ট হলো।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.