× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তাল নেপালে ‘জেন জি’র বিক্ষোভ: পার্লামেন্টে ঢুকে পড়ল জনতা, নিহত ৩

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮ পিএম । আপডেটঃ ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ এএম

ছবি: সংগৃহীত

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া এবং সরকারের দুর্নীতির প্রতিবাদে দেশটির তরুণ প্রজন্ম অর্থাৎ ‘জেন জি’র নেতৃত্বে এক প্রবল আন্দোলন শুরু হয়েছে। অনলাইনের এই প্রতিবাদ মুহূর্তেই রাজপথের সহিংস বিক্ষোভে রূপ নিয়েছে। সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস এবং জলকামান ছুড়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীজুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

কেন এই বিক্ষোভ?

গত শুক্রবার থেকে সরকার ২৬টি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করে দিয়েছে। এর ফলে নেপালে ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার)-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যাচ্ছে না। সরকার এ সিদ্ধান্তে বলছে, সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে সাত দিনের মধ্যে নেপালে নিবন্ধন করতে হবে, যোগাযোগের জন্য প্রতিনিধি রাখতে হবে এবং অভিযোগ ও নিয়ম মানা বিষয়ক কর্মকর্তাও নিয়োগ দিতে হবে।

সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ ও বিভ্রান্ত নেপালের লাখ লাখ সামাজিক মাধ্যম ব্যবহারকারী, যারা বিনোদন, সংবাদ ও ব্যবসার জন্য এসব প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। তবে শুধু সোশ্যাল মিডিয়া বন্ধ করাই এই আন্দোলনের একমাত্র কারণ নয়। বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে, জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ শুরু করে এবং এর পাশাপাশি সরকারের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয়।

প্রতিবাদীদের বক্তব্য

বিক্ষোভে অংশ নেওয়া ২৪ বছর বয়সী ছাত্রী যুজন রাজভান্ডারী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার কারণে আমরা উদ্বিগ্ন। তবে এটাই একমাত্র কারণ নয় যে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা নেপালে প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছি।’

২০ বছর বয়সী ছাত্রী ইক্ষমা তুমরোক জানান, তিনি সরকারের ‘কর্তৃত্ববাদী মনোভাবের’ বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তিনি বলেন, ‘আমরা পরিবর্তন দেখতে চাই। অন্যরা এটা সহ্য করেছে, কিন্তু আমাদের প্রজন্মের মাধ্যমেই এই কর্তৃত্ববাদী মনোভাবের অবসান ঘটাতে হবে।’

আরেক প্রতিবাদী ভূমিকা ভারতী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে বিদেশেও আন্দোলন হয়েছে এবং তারা (সরকার) ভয় পাচ্ছে যে, এখানেও এমনটা ঘটতে পারে।’

সামাজিক মাধ্যম বন্ধ থাকার কারণে সাধারণ নেপালিদের জীবনযাত্রার কষ্টের সঙ্গে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবন ও ব্যয়বহুল ছুটি কাটানোর তুলনামূলক ভিডিওগুলো টিকটকে ভাইরাল হচ্ছে, যা এই বিক্ষোভে ইন্ধন জোগাচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.