ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার হোয়াইট হাউসে তিনি এ কথা বলেন।
এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্মিলিত অর্থনৈতিক চাপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্রুত শান্তি আলোচনায় বসতে বাধ্য করতে পারে।
এনবিসি-এর 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি বলেন, "যদি যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ঐক্যবদ্ধ হয়ে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, বিশেষ করে যেসব দেশ রাশিয়ার তেল কেনে তাদের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হয়, তাহলে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে। তখনই পুতিন আলোচনার টেবিলে আসবেন।"
বেসেন্ট আরও বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন রাশিয়ার ওপর চাপ বাড়াতে প্রস্তুত।" তবে এই প্রক্রিয়ায় ইউরোপীয় মিত্রদের সহযোগিতা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প কেবল বলেন, "হ্যাঁ, আমি প্রস্তুত।" তবে কখন এবং কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।