ইউক্রেনকে যুদ্ধপরবর্তী নিরাপত্তা দেওয়ার জন্য ২৬টি দেশের প্রতিশ্রুতির প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোনো পশ্চিমা দেশ ইউক্রেনে সেনা মোতায়েন করলে তাদের রাশিয়া 'বৈধ নিশানায়' পরিণত করবে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ২৬টি দেশ ইউক্রেনকে যুদ্ধপরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ম্যাক্রোঁর এই ঘোষণার একদিন পরই পুতিনের এমন কঠোর প্রতিক্রিয়া এলো। বৃহস্পতিবার ম্যাক্রোঁ আরও বলেছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পর পশ্চিমা দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক বাহিনী ইউক্রেনের স্থল, সমুদ্র ও আকাশে মোতায়েন করা হবে।
ভ্লাদিভস্তকে একটি অর্থনৈতিক ফোরামে পুতিন রয়টার্সকে বলেন, "কিছু সেনা যদি সেখানে হাজির হয়, বিশেষ করে এখন, সামরিক অভিযান চলাকালে, তাহলে আমরা ধরে নেবো, নিশ্চিহ্ন করার জন্য তারা আমাদের বৈধ টার্গেট।"
পুতিন আরও বলেন, ইউক্রেনে মস্কোর 'বিশেষ সামরিক অভিযান' শুরু করার অন্যতম প্রধান লক্ষ্য ছিল নেটো যেন কিয়েভকে সদস্য করে তাদের সেনা মোতায়েন করতে না পারে।
পুতিন পরিষ্কারভাবে বলেন, "যদি শান্তির বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়, তাহলে ইউক্রেনের ভূখণ্ডে অন্য কোনো দেশের সেনা উপস্থিতির কোনো কারণ দেখি না আমি। এটাই শেষ কথা।"