সুদানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট (SLM)। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসের পর ওই গ্রামের মাত্র একজন বাসিন্দা জীবিত আছেন।
আবদেলওয়াহিদ মোহাম্মদ নুরের নেতৃত্বাধীন এসএলএমের বিবৃতিতে বলা হয়েছে, গত ৩১ আগস্ট ভারী বৃষ্টিপাতের কারণে মাউন্টেইনস এলাকায় এই ভূমিধস হয়। এই এলাকাটি এসএলএমের নিয়ন্ত্রণে রয়েছে। ভূমিধসে পুরো গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। নিহতদের মরদেহ উদ্ধারে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তা চেয়েছে গোষ্ঠীটি।
উল্লেখ্য, দুই বছরের গৃহযুদ্ধে সুদানের পরিস্থিতি অত্যন্ত নাজুক। দেশের অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (RSF) মধ্যে চলমান সংঘাত থেকে বাঁচতে অনেক মানুষ মারা পার্বত্য এলাকায় আশ্রয় নিয়েছে, যেখানে খাদ্য ও চিকিৎসার তীব্র সংকট রয়েছে।
-68b694ed64e52.jpg)